চীনের ত্রয়োদশ এনপিসিতে প্রথমবারের মতো 'প্রতিনিধি করিডোর' চালু হবে
  2018-03-03 14:15:21  cri
মার্চ ৩: চীনের আসন্ন ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-তে প্রথমবারের মতো 'প্রতিনিধি করিডোর' চালু হবে। এনপিসি'র ইতিহাসে এই প্রথমবারের মতো 'করিডোরে সাক্ষাত্কার দেওয়ার' মাধ্যমে প্রতিনিধিরা মনের কথা প্রকাশ এবং নিজেদের ভাবমূর্তি প্রকাশ করবেন।

'দুই অধিবেশনের' তথ্যকেন্দ্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ২০১৮ সালের এনপিসি'র 'প্রতিনিধি করিডোর' ৫ মার্চ সকালে অনুষ্ঠেয় ত্রয়োদশ এনপিসি'র প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আনুষ্ঠানিকভাবে চালু হবে। গোটা সাক্ষাত্কার অনুষ্ঠান প্রায় ৪০ মিনিট স্থায়ী থাকবে। করিডোরে সাক্ষাত্কার দেওয়ার স্থান হবে মহা গণভবনের কেন্দ্রীয় হলে।

চলতি বছর 'প্রতিনিধি করিডোর' কয়েক বার করে অনুষ্ঠিত হবে। একক অনুষ্ঠানে প্রায় ১০ জন প্রতিনিধি বর্তমান বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে সাক্ষাত্কার দেবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত 'প্রতিনিধি করিডোর'-এর নানা প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে বলে ওই দায়িত্বশীল কর্মকর্তা উল্লেখ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040