'তোমার কাছে যাবো'
  2018-03-03 11:14:23  cri



বন্ধুরা, গত সপ্তাহে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী চাং হুই মেই'র কন্ঠে কয়েকটি গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরেকটি গান শোনাবো। গানের শিরনাম 'Bad Boy'। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন চাং হুই মেই আমে'র কন্ঠে 'Bad Boy' নামের গান। এখন আমি আপনাদেরকে আরেকজন নারী কন্ঠশিল্পী চাং লিয়াং ইংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৪ সালের ১১ অক্টোবর সিছুয়ান প্রদেশের ছেংতং শহরে জন্মগ্রহণ করেন। তিনি সিছুয়ান বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা একাডেমি থেকে স্নাতক হন। ২০০৫ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন। ২০০৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৭ সালে তিনি উত্তর আমেরিকা মহাদেশে নিজের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০০৮ সালে তিনি তত্কালীন চীনা প্রেসিডেন্ট হু চিন থাও'র সঙ্গে জাপান সফর করেন। ২০০৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের 'দ্য অপ্রাহ উইনফ্রে শো'-তে অংশ নেন। এরপর তিনি নিজের সঙ্গীত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। শুনুন তা 'তোমার কাছে যাবো' শীর্ষক গানটি।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন 'তোমার কাছে যাবো' নামের গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চৌ চিয়ে লুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। চৌ চিয়ে লুনের ইংরেজি নাম না জেই। তিনি ১৯৭৯ সালের ১৮ জানুয়ারি তাইওয়ানের সিনবেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সংগীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র সম্পাদক, চিত্রনাট্যকার, উত্পাদনকারী ও ব্যবসায়ী। ২০০০ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি জেই'র কন্ঠে 'উইলিয়াম ক্যাসল' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

২০০১ সালে জেই দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটিতে চীনা ও পাশ্চাত্য দেশগুলোর সংগীতের বৈশিষ্ট্যের মিশ্রণ দেখা যায়। ২০০২ সালে তিনি 'The One' ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট আয়োজন করেন। ২০০৩ সালে তিনি মার্কিন 'টাইম' ম্যাগাজিনের কভারে ঠাঁই পান। ২০০৪ সালে তিনি চীনের সবচেয়ে জনপ্রিয় শিল্পীর পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে জেই'র কন্ঠে 'সুপারম্যান উড়ে যাবে না' শীর্ষক গান শোনাবো।

(গান ৪)

২০০৫ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সে বছর তাঁর অভিনীত চলচ্চিত্র তাইওয়ানের গোল্ডেন হর্স পুরস্কার ও হংকং চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ নতুন অভিনেতার পুরস্কার লাভ করে। ২০০৬ সালে তিনি টানা তিনবারের মতো চীনের সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে তাঁর নিজের গল্পের ও সম্পাদিত চলচ্চিত্র তাইওয়ানের গোল্ডেন হর্স পুরস্কার-এর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জেই'র কন্ঠে 'প্রতিশ্রুত সুখ' নামের গান শোনাবো।

(গান ৫)

২০০৮ সালে জেই ১৯তম তাইওয়ানের গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে তিনি মার্কিন সিএনএন'র 'এশিয়ার ২৫ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি'-র নামতালিকায় অন্তর্ভুক্ত হন। একই বছরে তিনি ২০তম গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পুরষ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে জেই'র কন্ঠে 'আকাশ ও পৃথিবীর যুদ্ধ' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

২০১০ সালে জেই মার্কিন 'Fast Company'-র নির্বাচিত 'বিশ্বব্যাপী একশ সৃজনশীল মানুষ' নামতালিকায় অন্তর্ভুক্ত হন। ২০১১ সারে তিনি পুনরায় গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন এবং চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার লাভ করেন। সে বছরে তিনি হলিউডের চলচ্চিত্র 'The Green Hornet'-এ অভিনয় করেন। এখন আমি আপনাদেরকে জেই'র কন্ঠে 'নিনজা' নামের গান শোনাবো।

(গান ৭)

২০১২ সালে জেই ফোর্বস-এর চীনা সেলিব্রিটিদের তালিকার প্রথম স্থানে ছিলেন। ২০১৪ সালে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৭ সালে তিনি 'JVRMusic ' কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ ছাড়াও, তিনি দাতব্য কাজে অংশ নিয়েছেন বিভিন্ন সময়ে। তিনি বহুবার দুর্গত এলাকায় দান করেছেন। ২০০৮ সালে দরিদ্র এলাকায় প্রাথমিক স্কুল নির্মাণ করেছেন। ২০১৪ সালে তিনি চীনের মাদকবিরোধী প্রচারণার দূতের কাজ শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'লাল হোটেল' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৮)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040