চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন ৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে
মার্চ ২: চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশনে আগামীকাল (শনিবার) বিকেলে তিনটায় বেইজিংয়ে শুরু হবে এবং ১৫ মার্চ সকালে শেষ হবে। অধিবেশনের তথ্য মুখপাত্র ওয়াং কুও ছিং আজ (শুক্রবার) গণ মহাভবনে দেশি-বিদেশি গণমাধ্যমকে অধিবেশন সম্পর্কে তথ্য দেন।
ওয়াং কুও ছিং বলেন, চলতি বছর জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ধিক অধিবেশনের প্রধান বিষয় হবে চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির কর্মপ্রতিবেদন পর্যালোচনা করা, ত্রয়োদশ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করা এবং সরকারি কর্মপ্রতিবেদন ও অন্যান্য প্রতিবেদন পর্যালোচনা করা ইত্যাদি।
(রুবি/তৌহিদ)