ফেব্রুয়ারি ২৮: বেইজিংয়ে চলতি বছরের গুরুত্বপূর্ণ 'দুই অধিবেশন'-এর তথ্যকেন্দ্র গতকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এবার কেন্দ্রে 'মন্ত্রী করিডোর'-এর পাশাপাশি 'প্রতিনিধি করিডোর' ও 'সদস্য করিডোর' থাকছে। এসব 'করিডোরে' মন্ত্রী, প্রতিনিধি ও সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এবার ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন এবং ত্রয়োদশ জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন যথাক্রমে ৫ ও ৩ মার্চ বেইজিংয়ে শুরু হবে। তিন সহস্রাধিক দেশি-বিদেশি সাংবাদিক 'দুই অধিবেশন'-এর সংবাদ সংগ্রহের জন্য বেইজিংয়ে উপস্থিত থাকবেন। (প্রেমা/আলিম)