২০১৮ সালের 'দুই অধিবেশনে'র সংবাদকেন্দ্র চালু
  2018-02-27 15:29:16  cri

ফেব্রুয়ারি ২৭: চীনের ত্রয়োদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন এবং ত্রয়োদশ গণকংগ্রেসের প্রথম অধিবেশন আগামী ৩ ও ৫ মার্চ বেইজিংয়ে শুরু হবে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) বেইজিং মিডিয়া হোটেলে দুই অধিবেশনের সংবাদকেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই কেন্দ্র থেকে দেশ-বিদেশের সংবাদদাতাদের তথ্যসেবা দেওয়া হবে।

বর্তমানে সংবাদকেন্দ্রে ৩০০০ জনেরও বেশি দেশি-বিদেশি সংবাদদাতার রেজিস্ট্রেশন হয়েছে এবং বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সম্পর্কে সিপিসি'র স্থায়ী কমিটির কার্যালয়ের তথ্য ব্যুরোর প্রধান হো শাও রেন বলেছেন, সংবাদকেন্দ্র দুই অধিবেশনের প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি নিয়েছে এবং এ অনুষ্ঠান আগের মতো ৪ মার্চ সকাল ১১টায় শুরু হবে বলে ধারণা করা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, উন্নয়ন সংস্কার কমিটি ও অর্থ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্বশীল কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন।

প্রতি বছর দুই অধিবেশন চলাকালে মহা গণভবনের উত্তর হলে 'মন্ত্রী চ্যানেল' স্থাপন করা হয়। চলতি বছর প্রথমবারের মতো প্রতিনিধি ও সদস্যদের চ্যানেল চালু করা হবে। এ সম্পর্কে ব্যুরোর প্রধান হো বলেন, চীনের ঊনবিংশ জাতীয় কংগ্রেসের অভিজ্ঞতা থেকে প্রথমবারের মতো দুই অধিবেশনে প্রতিনিধি চ্যানেল চালু হবে, যাতে প্রতিনিধিরা দেশ বিদেশের সংবাদদাতাদের সাক্ষাতকার দিতে পারেন। (সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040