ভোরের প্রথম তারা
  2018-02-27 13:56:58  cri


সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সূরের ধারায় আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফৈই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

বন্ধুরা, সঙ্গীত আমাদের মনের কথা বলে। যে কথা হয়ত আমরা কাউকে বলতে লজ্জা পাই, সে কথা সঙ্গীত বা গানের মাধ্যমে বলতে পারি। তাই না? আজকের অনুষ্ঠানে আপনাদের এমন কয়েকটি সুন্দর গান শোনাবো, যা মেয়েদের মনের মিষ্টি কথা প্রকাশ করতে পারে। আচ্ছা, তাহলে চলুন, আমার সঙ্গে সঙ্গীতের দুনিয়ায়।

প্রথমে শুনুন 'দেখা' শিরোনামে একটি গান। গেয়েছে সঙ্গীত ব্যান্ড আই.মিনি। গানে বলা হয়েছে:তোমাকে দেখার দিন থেকে আমার মন আর আমার নিজের নয়, আমার চোখে সবসময় তুমি, সেটা কি ভালোবাসা? আচ্ছা, তাহলে শুনুন মিষ্টি গানটি(১)

বন্ধুরা, এখন শুনুন 'শুনেছো' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী ফাং ইয়া সিয়ান। গানের কথা এমন: তোমাকে ছাড়া আমার পৃথিবী যেন শীতল। তুমি কি শুনেছো, একাকিত্ব ছড়িয়ে পড়ছে। তুমি কি শুনেছো, প্রত্যেক রাস্তায় শোনা যাক তোমাকে আমার ডাক।(২)

বন্ধুরা, এখন যে গানটি আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'অমিতব্যয়'।গেয়েছন কন্ঠশিল্পী সুই চিয়া ইং। গানের কথা এমন: কত বছর হয়েছে, আমার কোনো পরিবর্তন হয়নি। তোমাকে ভালোবাসা; এই কাজ আমি ছয় বছর ধরে করছি। তুমি প্রস্তুত হও, আমি তা বন্ধ করবো না। জীবনে একজনকে ভালোবাসতে পারি, তা অনেক মূল্যবান। তাই তুমি আমাকে না ভালোবাসলেও সমস্যা হবে না। সারা জীবন ভালোবাসা, এই কাজে অপব্যয় করতে পারবো আমি। আচ্ছা, শুনুন গানটি।(৩)

বন্ধুরা, আপনার জীবনে কারও জন্য অপেক্ষা করার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। বন্ধুর জন্য, প্রিয় মানুষের জন্য, বাবা মার জন্য, ছেলেমেয়ের জন্য অপেক্ষা করেন, ইত্যাদি। অপেক্ষার সময় যেন খুব ধীরে চলে। অপেক্ষা করার মূহূর্ত যেন খুব লম্বা হয়ে যায়, তাই না? এখন আপনাদের এমন একটি সুন্দর গান শোনাবো, এর নাম 'কারও জন্য অপেক্ষা'। গানে অপেক্ষা করার অনূভূতি বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তাহলে শুনুন গানটি। (৪)

বন্ধুরা, এখন শুনুন 'নষ্টামি' শিরোনামে একটি প্রেমের গান। গেয়েছেন কন্ঠশিল্পী ওয়াং লান ইন। গানের কথা এমন: তোমার সঙ্গে দেখা যেন নষ্টামির মত অবিশ্বাস্য। আমার মনে হয়, আমি তোমাকে ভালোবাসতে শুরু করছি। কারণ আমার ভালোবাসার সাহস আছে। আচ্ছা তাহলে শুনুন গানটি।(৫)

বন্ধুরা, এখন শুনুন 'ঘর' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী লিউ রুই ছি। গানের কথা এমন: যদিও আমাদের ঘর ছোট, তবে খুব উষ্ণ। তুমি আমার সঙ্গে থাকলে আমার কোনো ভয় লাগবেনা। এক দিন, এক মাস, এক বছর, তোমার সঙ্গে চিরদিন থাকতে চাই আমি। আচ্ছা তাহলে শুনুন গানটি।(৬)

বন্ধুরা, এখন শুনুন 'ভোরের প্রথম তারা' শিরোনামে একটি গান। গেয়েছেন তাইওয়ানের কন্ঠশিল্পী ওয়াংসিনলিং। ১৯৮২ সালের ৫ সেপ্টেম্বর তাঁর জন্ম। ২০০৩ সালে তাঁর প্রথম এল্যবাম 'ক্যান্ডি বিগিন' বাজারে আসে। কন্ঠ খুব মিষ্টি, খুব তরুণ। তরুণ মেয়েদের মনের কথা বর্ণনা করতে পারে। তাই ওয়াংসিনলিং তরুণ তরুণীদের মধ্যে খুব জনপ্রিয়। আচ্ছা, তাহলে শুনুন তাঁর গাওয়া মিষ্টি এই প্রেমের গান।(৭)

বন্ধুরা, অনুষ্ঠান শেষে আপনাদের শোনাবো 'সেই ফুলগুলো' শিরোনামে একটি গান। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী ভু সু। সেই হাসি শুনে আমার মনে ভেসে উঠে সুন্দর ফুলগুলো, শান্ত হয়ে ফুটেছে। আমার মন চায় চিরদিন তার সঙ্গে থাকি। তবে এখন আমরা পরস্পরকে হারিয়েছি। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040