সপ্তম "চীনা টাইমস" সাংস্কৃতিক অনুষ্ঠান জার্মানির হামবুর্গে শুরু
  2018-02-27 10:40:39  cri

স্থানীয় সময় ২০ ফেব্রয়ারি সপ্তম "চীনা টাইমস" সাংস্কৃতিক অনুষ্ঠান জার্মানির হামবুর্গে শুরু হয়েছে। হামবুর্গে চীনের কন্সুলার জেনারেল সুং ছং পিন, হামবুর্গের মেয়র ওলাফ স্কোল্জ এবং দু'দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মহলের চার'শও বেশী প্রতিনিধি হামবুর্গের সিটি হলে "চীনা টাইমস"-র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং এক সাথে বসন্ত উত্সব উদযাপন করেন।

হামবুর্গে চীনের কন্সুলার জেনারেল সুং ছং পিন এদিন সন্ধ্যায় অনুষ্ঠানে এক ভাষণে বলেন, চীনারা এখন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ—বসন্ত উত্সব উদযাপন করছে। চীন ও জার্মানীর বন্ধুরা এক সাথে দিবসের পরিবেশ উপভোগ করে, মৈত্রী উন্নয়ন করে, ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করে। সুং বলেন,

"২০১৭ সাল ছিল ফলপ্রসূ একটি বছর। এর ভিত্তিতে ২০১৮ সালে আমাদের প্রত্যাশা আরো বেশী হবে। হামবুর্গও নতুন বছরে দু'দেশের জন্য অবদান রাখবে। যেমন আসন্ন অষ্টম 'হামবুর্গ শীর্ষ সম্মেলন: চীনের সঙ্গে ইউরোপের যোগ' এবং 'সপ্তম চীনা টাইমস' সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আশা করি চীনা নেতারা হামবুর্গে এসে জার্মানীর সঙ্গে আলোচনার মাধ্যমে সহযোগিতা গভীরতর করবে।"

'সপ্তম চীনা টাইমস' চলতি বছরের সেপ্টেম্বর মাসে আরো চিত্তাকর্ষক হবে। ডিজিটালাইজেশন, শহরের উন্নয়ন, স্মার্ট শহর এবং সমসাময়িক চীনা সমাজের পরিবর্তনসহ বিভিন্ন মূল বিষয় প্রতিপাদ্য হিসেবে কার্যক্রম আয়োজিত হবে। তাছাড়া, হামবুর্গ শহরে কনসার্ট ও শিল্প প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হবে।

ভাষণে হামবুর্গের মেয়র ওলাফ স্কোল্জ চলতি বছরের 'চীনা টাইমস' অনুষ্ঠান সমন্ধে আরো বেশী তথ্য তুলে ধরেন। তিনি বলেন,

"চলতি বছর হলো চীনের কুকুর বছর। কুকুর হলো বিশ্বস্ততা ও বন্ধুত্বের প্রতীক। হামবুর্গ জনগণের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ ও মহৎ চরিত্র। চীন-ইউরোপ যোগাযোগে হামবুর্গ জানালার মত। জার্মানীতে বৃহত্তম একটি চীনা দিবস হিসেবে, 'চীনা টাইমস' আয়োজনের সময়কালে সাংস্কৃতিক ও সামাজিক বিনিময় অনেক বেশী। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে সামাজিক ক্রেডিট ব্যবস্থা চীনে একটি তুমুল আলোচনার বিষয়। এ বিষয় জার্মানীতেও অনেক মনোযোগ আকর্ষণ করেছে।"

হামবুর্গ সরকারের উদ্যোগে ২০০৬ সাল থেকে শুরু হয়েছে 'চীনা টাইমস' ধারাবাহিক অনুষ্ঠান। প্রতি দু'বছরে এক বার আয়োজিত হয় এ অনুষ্ঠান। এর লক্ষ্য হলো শিল্প, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের বক্তৃতা, ফোরাম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাস্তব বিষয়বস্তুর মাধ্যমে মানুষের কাছে চীন-হামবুর্গ বিনিময়ের অগ্রগতি তুলে ধরা। বর্তমানে হামবুর্গে চীনা-অর্থায়নে শিল্প্রপ্রতিষ্ঠানের সংখ্যা ৫'শ ছাড়িয়ে গেছে। প্রতিবছর হামবুর্গ বন্দরের এক চতুর্থাংশের মালামাল চীন থেকে আসে বা চীনের ব্যবস্থায় পরিবহন করে। সেজন্য অধিকাংশ চীনা শিপিং কোম্পানি হামবুর্গে তাদের কোম্পানির জার্মানী বা ইউরোপের সদরদপ্তর স্থাপন করে।

গত অর্ধ শতাব্দীতে জাহাজে পণ্য পরিবহন শিল্পে চীন-জার্মানী সহযোগিতা প্রত্যক্ষ করেছে হামবুর্গ। প্রায় ৩০ বছর আগে হামবুর্গে সদরদপ্তর প্রতিষ্ঠা করেছে চীনের কোসকো শিপিং ইউরোপীয় কোম্পানি। তাছাড়া হামবুর্গ 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল' এবং 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথ'র গুরুত্বপূর্ণ মধ্যাংশের স্থান। সেজন্য কোসকো ইতিবাচকভাবে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ কাজে অংশ নিচ্ছে, রেশম পথ বরাবর দেশগুলোর সঙ্গে আন্তঃযোগাযোগ ত্বরান্বিত করবে, চীন-জার্মানী, চীন-ইউরোপ বাণিজ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ অনুভূতির জন্য অবদান রাখবে।

২০১৮ সালে অনেক অজানা অবস্থার সম্মুখীণ হলেও, বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারে দু'পক্ষের জাহাজীকরণ সম্পর্কিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য অসীম ব্যবসা সুযোগ আনবে।

'এক অঞ্চল, এক পথ'-থাই ছাপ শিরোনামে আসিয়ান যুব নৃত্য বিনিময় পারফরমেন্স থাইল্যান্ডে অনুষ্ঠিত

চীনা নৃত্য অ্যাসোসিয়েশন ও থাই-চীনা শিল্পী সমিতির যৌথ উদ্যোগে 'এক অঞ্চল, এক পথ'- থাই ছাপ শিরোনামে আসিয়ান যুব নৃত্য বিনিময় পারফরমেন্স ২২ থেকে ২৩ ফেব্রয়ারি পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। চীনা নৃত্য অ্যাসোসিয়েশন সূচনা বক্তৃতায় জানিয়েছে যে, এবারের বিনিময় পারফরমেন্সের লক্ষ্য হলো চীন-আসিয়ান বিনিময় অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়া, জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ অনুভূতি ত্বরান্বিত করবে, দু'পক্ষের যুব যোগাযোগ আরো গভীর হবে।

২২ ফেব্রয়ারি সকালে পারফরমেন্সটি থাইল্যান্ডের সিয়াম দেবদূত থিয়েটারে উদ্বোধন হয়েছে। চীনের ১৮টি প্রদেশ ও শহর এবং আসিয়ানের থাই, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের যুব নৃত্যদলের প্রায় এক'হাজার শিল্পী মিলিত হয়ে নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় করে। চীনের নৃত্য অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান, জাতীয় স্তরের পরিচালক ডিং উয়েই, চীনের নৃত্য অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল লিউ বিন, থাইল্যান্ড জাতীয় সংস্কার স্টিয়ারিং কমিটির প্রথম ভাইস চেয়ারম্যান আলংঙ্কর্ন পল্লবুতসহ বিভিন্ন চীনা, থাই অতিথি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040