বিদায় পিয়ংছাং, হ্যালো বেইজিং
  2018-02-26 15:01:19  cri

গতকাল (রোববার) রাতে দক্ষিণ কোরিয়ার পিয়ংছাং ২৩তম শীতকালীন অলিম্পিক গেমসের পর্দা নেমেছে। অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল আবারও কোরীয় উপদ্বীপের পতাকা হাতে স্টেডিয়ামে প্রবেশ করে।

গতকাল একটি চমত্কার অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ দিনের পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমস ২০১৮ এর সমাপ্তী ঘটে। কিন্তু এই অলিম্পিকের পরিকল্পনা ও অপারেশনের দক্ষতা বেইজিং অলিম্পিকে ব্যাপকভাবে কাজে লাগবে। এই দক্ষতার মধ্য দিয়ে চীনের চাংচিয়াখৌ ও বেইজিংয়ে ব্যাপক গালা অনুষ্ঠান আয়োজিত হবে বেইজিং অলিম্পিক উপলক্ষ্যে। মূলত এই অভিজ্ঞতা সার্বিকভাবে বেইজিং অলিম্পিককে সহায়তা করবে।

চীনের অনেক গ্রুপের কর্মকর্তা ২০১৮ পিয়ংছাং অলিম্পিক গেমসে কাজ করে প্রথম অভিজ্ঞতা অর্জন করেছে। তবে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ উপলক্ষ্যে অনেক আগেই প্রস্তুতি কাজ শুরু হয়েছে চীনে।

বেইজিং একটি হাই-টেক হ্যান্ডওভার পারফরম্যান্স উপস্থাপন করে। 'বেইজিংয়ে ৮ মিনিট' নামে এই পরিবেশনার নির্দেশনা দেন বিখ্যাত পরিচালক চাং ইমৌ।।এতে চীনের প্রাচীন সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয় প্রদর্শন করা হয়।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিও বার্তার মাধ্যমে সারা বিশ্বকে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট সি বলেন, 'সব চীনা জনগণের সাথে একসঙ্গে সারা বিশ্বের বন্ধুদেরকে স্বাগত জানাই। ২০২২ সালে দেখা হবে বেইজিংয়ে।'

পরিচালক চাং অনেক বিখ্যাত, আসলে ২০০৮ সালের বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের গ্র্যান্ড উদ্বোধন অনুষ্ঠানের পরিচালকও তিনি ছিলন। তিনি রোববারের এ অনুষ্ঠানে নতুন যুগে চীন দেশের আরো বৈচিত্রপূর্ণ ইমেজ উপস্থাপন করতে চান। চাং বলেন, আট মিনিটের প্রতি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। এতে চীনের ৫ হাজারেরও বেশি সময়ের ইতিহাস তিনি দেখাতে চান, তাছাড়া নতুন যুগে চীনের অর্জিত অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করাও তাঁর আশা।

সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত ও আলোর মূর্ছনায় রঙিন হয়ে ওঠে পিয়ংছাংয়ের আকাশ। নাচ, গানের মধ্য দিয়ে কোরিয়ার ঐতিহ্যবাহী ও আধুনিক সংস্কৃতি প্রদর্শিত হয় দর্শকদের সামনে।

পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমস শেষ হয়েছে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আসবে। বিদায় পিয়ংছাং, হ্যালো বেইজিং।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040