Web bengali.cri.cn   
সহজ চীনা ভাষা ১৮/০২/১৯
  2018-02-26 10:25:30  cri
অফিসে যাওয়া 上班 shàng bān

 

অফিস বন্ধ 下班 xià bān

 

কর্মদিবস 工作日 gōng zuò rì

 

ছুটি 假期 jià qī

 

অফিস 办公室 bàn gōng shì

 

আমি আজ অফিসে যাবো না।

我今天不上班 wǒ jīn tiān bú shàng bān

 

তুমি কয়টায় অফিস বন্ধ করো?

你几点下班?nǐ jǐ diǎn xià bān

 

আমি অফিসে আছি।

我在办公室 wǒ zài bàn gōng shì

 

এখানে দুটি শব্দের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

上, shàng মানে উপরে, উপরে যাওয়া, নির্ধারিত সময়ে কিছু কাজে অংশ নেওয়া। যেমন অফিসে যাওয়া বা ক্লাসে যাওয়া। যেমন 上课,shàng kè মানে ক্লাসে যাবো।

下, নিচে, নিচে নামা, অফিস বন্ধ বা ক্লাস শেষ। যেমন 下课,xià kè ক্লাস শেষ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040