কিভাবে ভালোবাসার গান গাইবো
  2018-02-26 10:16:48  cri

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সুরের ধারায় আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শুয়েই ফেইফেই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের এই সময় আমার খুব ভালো লাগার। সারা দিনের ক্লান্তির পর কিছু সুন্দর এবং মধুর গান আপনাদের সবার জন্য প্রস্তুত করেছি। আশা করি এমন সুন্দর মুহূর্তে সঙ্গীতের মাধ্যমে আপনাদের সঙ্গে মনের কথা শেয়ার করতে পারবো। আশা করি এসব গান আপনাদের সারা দিনের ক্লান্তিও দূর করতে পারবে।

আচ্ছা, তাহলে শুনুন আজকের প্রথম গান, গানের শিরোনাম 'কিভাবে ভালোবাসার গান গাইবো'। গানের কন্ঠশিল্পী লিউ সি চুন। (১)

বন্ধুরা, এখন শুনুন 'পুনরায় শুরু করবো' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী ছাই চিয়ান ইয়া। গানের কথা এমন: তুমি কি সত্যি কাউকে ভালোবেসেছো? তোমার কি মনে আছে? ভালোবাসার পর ভালোবাসা আবার ভেঙে গেছে। ভেঙে গেছে হলেও পুনরায় শুরু করতে চাও? আচ্ছা, শুনুন গানটি(২)

বন্ধুরা, এখন শুনুন 'রানী' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী ছেন সি আন। গানের কথা এমন: মাতাল হওয়ায় তোমাকে আমার মনের কথা বলতে পেরেছি। তুমি যেন রানীর মতো, আমি তোমাকে ভালোবাসি, তবে তা কিভাবে বলতে পারি। আচ্ছা, শুনুন গানটি।(৩)

বন্ধুরা, এখন শুনুন 'দিতে রাজি থাকা' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী ওয়াং ছেং চাং। গানের কথা এমন: আমি তোমাকে এত ভালোবাসি, সব কিছুই দিতে রাজি আছি। এত নিষ্ঠুর কথা বললেও এই ভালোবাসা সরিয়ে নিতে চাই না। (৪)

বন্ধুরা, এখন শুনুন 'লেজওয়ালা সুন্দরী' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী লিন চুন চিয়ে। গানের কথা এমন: আমি তোমার জন্য সমুদ্রে ডুবে যেতে পারি। তুমি কি আমাকে প্রত্যাখ্যান করবে? তুমি কি আমার প্রতিশ্রুতি ভুলে যাবে? আমি একটি ভাস্কর্যে পরিণত হতে চাই, শুধুই তোমার অপেক্ষার জন্যই। (৫)

বন্ধুরা, এখন শুনুন 'এই পর্যন্তই' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী লিন কুয়ান ইন। লিন কুয়ান ই চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী এবং গীতিকার। তাঁর জন্ম ১৯৮৪ সালের ২০ ডিসেম্বর। ২০০৪ সালে তাঁর প্রথম এ্যালবাম বাজারে আসে। এই পর্যন্ত তাঁর অনেক সুন্দর গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। আচ্ছা, তাহলে শুনুন তাঁর গাওয়া সুন্দর গান। (৬)

বন্ধুরা, এখন শুনুন 'অশ্রু দিয়ে কবিতা লেখা' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী সুন ইয়ান জি। ১৯৭৮ সালের ২৩ জুলাইন সিংগাপুরে সুন ইয়ান জি'র জন্ম। ২০০০ সালে তাঁর সঙ্গীত ব্রুত শুরু হয়। এখন আমরা শুনবো তাঁর গাওয়া 'অশ্রু দিয়ে কবিতা লেখা' শিরোনামের গানটি।(৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। শেষ করার আগে আপনাদের শোনাবো আরেকটি প্রেমের গান। গানের শিরোনাম 'বাতাসের মত'। গেয়েছেন কন্ঠশিল্পী শুয়েই জি ছিয়ান। (৮)

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040