সিরিয়ার চারটি অঞ্চলে যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আজ নিরাপত্তা পরিষদে ভোট
  2018-02-23 18:27:35  cri
ফেব্রুয়ারি ২৩: সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলের পূর্ব ঘৌতাসহ ৪টি অঞ্চলে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আজ (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে।

নিউইয়র্কের স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেলে সিরিয়া পরিস্থিতি নিয়ে বিশেষ সম্মেলন হয় নিরাপত্তা পরিষদে। কিন্তু সদস্যদেশগুলোর মধ্যে মতভেদ থাকায় সেদিন প্রস্তাবের ওপর ভোটগ্রহণ হতে পারেনি।

প্রস্তাবে উক্ত চারটি অঞ্চলের বিবদমান সকল পক্ষের প্রতি যুদ্ধবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে। যুদ্ধবিরতির উদ্দেশ্য, এসব অঞ্চলের অধিবাসীদের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ সুনিশ্চিত করা। তবে যুদ্ধবিরতির আওতায় চরমপন্থি সংস্থা আইএস ও আল কায়েদা পড়বে না। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040