আগামী পাঁচ বছরে ৩৪০ কোটি ডলার বৈদেশিক পুঁজি আকর্ষণ করবে মালদ্বীপ
  2018-02-23 16:32:52  cri
ফেব্রুয়ারি ২৩: আগামী পাঁচ বছরে ৩৪০ কোটি মার্কিন ডলার বৈদেশিক পুঁজি আকর্ষণ করবে মালদ্বীপ। গত বুধবার মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন পার্লামেন্টে এ-তথ্য জানান।

তিনি বলেন, গেল বছর বেশ কয়েকটি দেশ থেকে মালদ্বীপে পর্যটন খাতে ১৬০ কোটি মার্কিন ডলারের ৪০টি বিনিয়োগ-প্রস্তাব গ্রহণ করেছে মালদ্বীপ সরকার। অন্যান্য খাতে ১৮০ কোটি মার্কিন ডলারের ৫০টি প্রস্তাবও রয়েছে।

প্রেসিডেন্ট ইয়ামিন আরও বলেন, বিশ্ব ব্যাংক, এআইআইবিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রেখেছে মালদ্বীপ। এটি ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক হবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040