পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসে চীনা প্রতিনিধিদলের প্রথম স্বর্ণপদক জয়
  2018-02-23 15:26:32  cri
পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসে চীনা প্রতিনিধিদলের প্রথম স্বর্ণপদক জয়

পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসের শর্ট-ট্র্যাক স্পিড্ স্কেটিং'র সমস্ত প্রতিযোগিতা গতকাল (বৃহস্পতিবার) শেষ হয়েছে। সর্বশেষ প্রতিযোগিতার দিনে চীনা প্রতিযোগী উ দা জিং পুরুষদের ৫০০ মিটার শর্ট-ট্র্যাক স্পিড্ স্কেটিংয়ে স্বর্ণপদক জয় করেন। এ স্বর্ণপদকটি এবার এ গেমসে চীনা প্রতিনিধিদলের প্রথম স্বর্ণপদক। তাছাড়া কোয়ার্টার-ফাইনাল ও ফাইনালে দুই বার বিশ্ব রেকর্ড ভঙ্গ করেন তিনি। পিয়ংছাংয়ে চীনের শর্ট-ট্র্যাক স্পিড্ স্কেটিং দল নানান কারণে বিভিন্ন অনিয়মিত অবস্থার সম্মুখীন হয়। অবশেষে একটি স্বর্ণপদক জয় করে চীনা প্রতিনিধিদল। বিস্তারিত শুনবেন সিআরআই'র প্রতিবেদনে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় পুরুষদের ৫০০ মিটার শর্ট-ট্র্যাক স্পিড্ স্কেটিংয়ে চীনা প্রতিযোগী উ দা জিং সেরা নৈপুণ্য দেখিয়ে বিজয় অর্জন করেন।

ব্রোঞ্জ পদকজয়ী লিম হ্যোজুন প্রতিযোগিতার পর স্বীকার করেন যে, তিনি ও তাঁর দলের খেলোয়াড় হুয়াং ডিইওন ফাইনালে উ দা জিং'র সাথে স্বর্ণপদকের জন্য প্রতিযোগিতা করলেও, উ দা জিং এত চমত্কার যে তার সামনে তাদের তেমন আত্মবিশ্বাস ছিলো না। প্রতিযোগিতার পর উ দা জিং বলেন, তিনি অন্য প্রতিযোগীদের কোনো সুযোগ দিতে চাননি। তিনি বলেন,

"বিশ্ব রেকর্ড ভঙ্গ করা আমার পরিকল্পনা ছিলো না। কিন্তু স্বর্ণপদক ছিলো আমার লক্ষ্য। প্রতিযোগিতা শেষে লাউঞ্জে ফিরে আসার পর কোচ্ আমাকে বলেন, আমি বিশ্ব রেকর্ড ভেঙ্গে ফেলেছি। আসলে প্রতিযোগিতার শেষ মুহূর্তে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি, আমি ভাবছি, স্বর্ণপদক আমার হাতে! আমার কোচ্ অনেক খুশী। আমিও তাকে ধন্যবাদ জানিয়েছি।"

কিন্তু উ দা জিং'র স্বর্ণপদক জয়ের আগে চীনাদলটি অনেক কষ্টের সম্মুখীন হয়। পুরো দলটি অনেক চাপ অনুভব করে, বিশেষ করে উ দা জিং অনেক বেশি চাপ অনুভব করে। তবে দলের খেলোয়াড়রা তাকে চাপ কমাতে সাহায্য করে।

সাত বছর আগে প্রশিক্ষণের অংশীদার ছিলেন উ দা জিং। গত সাত বছরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে বর্তমানে চীনের শর্ট-ট্র্যাক স্পিড্ স্কেটিং'র গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিতে পরিণত হন তিনি। উ'র কোচ্ বলেন, উ দা জিং কঠোর পরিশ্রমী এবং দৃঢ় প্রত্যয়ী।

পিয়ংছাংয়ের অভিজ্ঞতার পর ২০২২ সালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে আরো প্রত্যাশা করেন উ। তাঁর কোচ্ লি ইয়েনও মনে করেন, এবার পিয়ংছাং শীতকালীন অলিম্পিক গেমসে চীনাদলটি অল্প পদক লাভ করলেও, এত কঠিন পরিবেশে চীনা ক্রীড়াবিদরা ইতোমধ্যেই সেরা পারফরমেন্স দেখিয়েছে। লি ইয়েন কেবল কোচই নন, তিনি চীনা স্কেটিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে ক্রীড়াবিদরা নিজেদের উন্নয়ন করবে। তিনি প্রতিযোগিতার পরিবেশ উন্নত করার কথাও জানান। ভারী চাপে চীনা ক্রীড়াবিদদের পারফরমেন্স নিয়ে গৌরব বোধ করেন তিনি। কোচ্ লি ইয়েন বলেন,

"আমাদের দলের প্রতিটি লোক, কোচ্, ক্রীড়াবিদ এবং সব বিভাগের কর্মকর্তা, ভারী চাপে একটুও বিচলিত হয়ে যায়নি। লাগেজ প্যাক করেনি। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে অবশেষে ভাল ফলাফল অর্জন করবো।"

উ দা জিং বলেন, "আমার এ স্বর্ণপদক আমাদের পুরো দলের স্বর্ণপদক।"

(জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040