পৃথ্বী-২ স্বল্প পাল্লা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত
  2018-02-23 15:00:45  cri
ফেব্রুয়ারি ২৩: ভারত গতপরশু (বুধবার) পৃথ্বী-২ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এদিন রাতে সাড়ে আটটায় ওরিস্যা অঙ্গরাজ্যের চান্দিপুর ঘাঁটিতে এ পরীক্ষা চালানো হয়। পরীক্ষাকালে বঙ্গপোসাগরে একটি পরিকল্পিত লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি।

উল্লেখ্য, ভারতের পৃথ্বী -২ ক্ষেপণাস্ত্র ৮.৫৬ মিটার দীর্ঘ, ১ মিটার ব্যাসের। এর ওজন ৪৬০০ কেজি এবং পাল্লা ৩৫০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি ১০০০ কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040