হ্যপেই-এর সিংউআন শহরের নির্মাণকাজ সম্পর্কে অবগত হলেন চীনা প্রেসিডেন্ট
  2018-02-22 20:02:35  cri

ফেব্রুয়ারি ২২: হ্যপেই প্রদেশের সিংউআন নতুন শহরের নির্মাণকাজ সম্পর্কে অবগত হয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। আজ (বৃহস্পতিবার) চীনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটিন সভায় তাঁকে এ-বিষয়ে অবহিত করা হয়। সভায় সি চিন পিং ভাষণও দেন।

সভায় বলা হয়, হ্যপেই প্রদেশের সিংউআন নতুন শহরের নির্মাণকাজ হচ্ছে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে বেইজিং-থিয়ানচিন-হ্যপেই এলাকা উন্নয়নে সিপিসি'র গুরুত্বপূর্ণ কাজের অন্যতম। এটি একটি ঐতিহাসিক প্রকল্প। এ-প্রকল্প এতদঞ্চলের অবকাঠামো সুবিন্যস্ত করা ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ।

সভায় আরও বলা হয়, হ্যপেই প্রদেশের সিংউআন নতুন শহর নির্মাণকাজে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা কাজে লাগাতে হবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040