'কসোভোর সঙ্গে সংলাপে সার্বিয়া যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানালে রাশিয়া নির্লিপ্ত থাকবে না'
  2018-02-22 18:36:32  cri
ফেব্রুয়ারি ২২: কসোভোর সঙ্গে সংলাপে সার্বিয়া যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানালে রাশিয়া নির্লিপ্ত থাকবে না, বরং বরাবরের মতো সার্বিয়ার পাশেই থাকবে। গতকাল (বুধবার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সার্বিয়া সফরকালে এ-কথা বলেন।

এদিন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচের সঙ্গে বৈঠকশেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লাভরভ আরও বলেন, সার্বিয়া-কসোভো সংলাপে মধ্যস্থতা করতে ইইউ'কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সার্বীয় প্রচেষ্টাকেও তার দেশ সমর্থন করে বলে জানান তিনি।

জবাবে প্রেসিডেন্ট ভুচিচ বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ১৮০ বছরেও সার্বিয়া ও রাশিয়া কখনও একে অপরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। সার্বিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী। তার দেশ ইইউ'তে যোগ দেওয়ার চেষ্টা করছে বলেও জানান সার্বিয়ার প্রেসিডেন্ট। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040