দুই কোরিয়ার মধ্যে সংলাপ অব্যাহত থাকবে বলে চীনের আশাবাদ
  2018-02-22 18:34:54  cri
ফেব্রুয়ারি ২২: পিয়ংছাং অলিম্পিক গেমসকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে সংলাপের যে-সূত্রপাত হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে চীন আশা করে। চীন আরও আশা করে, সংশ্লিষ্ট সকল পক্ষ এ-ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে। চীন বিশ্বাস করে, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ ও সংলাপ হলে কোরীয় উপদ্বীপ সমস্যার চূড়ান্ত সমাধান ত্বরান্বিত হবে। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-সব কথা বলেন।

মুখপাত্র বলেন, কোরীয় উপদ্বীপের অচলাবস্থা নিরসনে সংলাপ হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি। কোরীয় উপদ্বীপ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকল পক্ষকে সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। আন্তর্জাতিক সমাজ এ-সমস্যা সমাধানে সহযোগিতা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040