সুরের ধারায়-- চীনা অপেরা
  2018-02-22 16:59:51  cri



চীনের অপেরা দেশের ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যময় সংস্কৃতি। এর কয়েক হাজার বছরের ইতিহাস আছে। চীনের অপেরা গ্রিস ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে বিশ্বের প্রাচীন তিন অপেরা সংস্কৃতি হিসেবে বিবেচিত হয়। চীনের অপেরা চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতিনিধি। আজকের অনুষ্ঠানে আমরা চীনের অপেরার কয়েকটি গান শুনবো।

প্রায় ২২০০ বছর আগে ছিন রাজবংশের আমলে চীনের অপেরা শুরু হয়। সে সময় অপেরা বলতে শুধু লোকজ নাচ ও সংগীত বোঝাত। থাং ও সোং রাজবংশের সময় অপেরা সংস্কৃতি উন্নত হয় এবং ইউয়ান রাজবংশের আমলে চীনের অপেরা আনুষ্ঠানিক মর্যাদা লাভ করে। মিং ও ছিং রাজবংশের আমল চীনা অপেরার জন্য সমৃদ্ধ সময়।

আধুনিক সময়ে চীনা অপেরা জনসাধারণের মাঝে তেমন জনপ্রিয় নয়; তরুণ সমাজ ঐতিহ্যবাহী এই সংগীত শোনে না। তবে অপেরার প্রভাব বর্তমান সংগীতে রয়েছে। চীনের বিভিন্ন ধরনের গানের মধ্যে অপেরা সংগীতের ছোঁয়া বা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের শব্দ পাওয়া যায়।

চীন একটি বড় দেশ, এখানে অপেরাও বিভিন্ন ধরনের। প্রায় প্রতিটি প্রদেশে নিজস্ব বৈশিষ্ট্যের অপেরা আছে। পরিসংখ্যান অনুযায়ী, চীনে প্রায় ৩৬০ ধরনের অপেরা আছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় পাঁচটি অপেরা হলো বেইজিংয়ের বেইজিং অপেরা, হ্যনান প্রদেশের ইয়ু অপেরা, ছাংচিয়াং নিম্ন অঞ্চলের ইউয়ে অপেরা, হ্যপেই প্রদেশের পিং অপেরা, হুপেই ও আনহুই প্রদেশের হুয়াংমেই অপেরা। এসবের পাশাপাশি চিয়াংসু ও চ্যচিয়াং প্রদেশের খুন অপেরাও বেশ বিখ্যাত। এটি বিশ্বের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার।

চীনের অপেরা খুব সূক্ষ্ম একটি শিল্পকর্ম। এর পোশাক, মেক-আপ, ভঙ্গি, নাচ, অভিনয় সবকিছু নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়। বিভিন্ন অপেরার নিয়মে পার্থক্য রয়েছে। একটি পুরো অপেরা পরিবেশনায় সাধারণত এক বা দুই ঘণ্টা লাগে। পরিবেশনা দেখতে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন। আর অপেরার কথাগুলো চীনের প্রাচীন ভাষায় বলা হয়। তাই আধুনিক মানুষদের জন্য তা বুঝতে কিছুটা কঠিন। এসব কারণে বর্তমান চীনে খুব কম মানুষই অপেরা পছন্দ করে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রচারণায় ধীরে ধীরে অনেক মানুষ অপেরা সংস্কৃতির গুরুত্ব অনুধাবন করছে।

চীনা অপেরা বেশ বৈশিষ্ট্যময় ও সুন্দর, কিন্তু কঠিন। অপেরাশিল্পী হওয়ার জন্য ছোট থেকেই প্রশিক্ষণ নিতে হয় এবং দশ বছরেরও বেশি সময় প্রশিক্ষণ প্রয়োজন। চীনের কোনো কোনো কণ্ঠশিল্পী নিজের সংগীতের সমৃদ্ধির জন্য অপেরার শিখেন এবং নিজে অপেরা গান।

চীনা অপেরায় প্রেম নিয়ে অনেক প্রাচীন গল্প তুলে ধরা হয়েছে। এসব গল্প ও সংগীত এত সুন্দর যে বর্তমান চীনের অনেক পপ গানে তা তুলে ধরা হয়েছে। এতে পপ গানও চীনা বৈশিষ্ট্যময় হয়েছে এবং তা জনপ্রিয়তা পেয়েছে। চীনা গান 'সাদা ঘোড়ায় চড়া'তে চীনের ক্য চাই অপেরা ব্যবহৃত হয়। গানে প্রাচীনকালের এক মন্ত্রীর মেয়ে ও এক সাধারণ ছেলের প্রেমের গল্প বলা হয়েছে।

চীনা অপেরার প্রভাব শুধু সংগীতেই সীমাবদ্ধ নেই। তার বৈশিষ্ট্যময় পোশাক ও মেক-আপ অনেক লোকের সৌন্দর্যচর্চায় প্রভাব ফেলেছে। সাহিত্য, টিভি সিরিজসহ বিভিন্ন ক্ষেত্রেও চীনা অপেরার উপাদান দেখা যায়। আর শুধু চীনেই নয় বর্তমানে অনেক বিখ্যাত আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ডেও চীনা অপেরার উপাদান দেখা যায়। আশা করি আপনারাও চীনা অপেরা উপভোগ করবেন।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচা

রিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠানে আপনাদের কোনো মতামত থাকলে অথবা আমাদের কাছে বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন।

আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn । এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040