চলতি বছরের বসন্ত উত্সবে চীনে পর্যটকের সংখ্যা ৩৮ কোটি ৬০ লাখ
  2018-02-22 14:01:19  cri
ফেব্রুয়ারি ২২: চলতি বছরের বসন্ত উত্সবে চীনে পর্যটকের সংখ্যা মোট ৩৮ কোটি ৬০ লাখ পার্সনটাইমস, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.১ শতাংশ বেশি এবং পর্যটনের আয় ৪৭৫ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.৬ শতাংশ বেশি। গতকাল (বুধবার) চীনের জাতীয় পর্যটন ব্যুরোর প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বসন্ত উত্সব চলাকালে বিভিন্ন দর্শনীয় স্থান ব্যাপক পর্যটক আকর্ষণ করার পাশাপাশি গ্রামের হোস্টেল,আরামদায়ক রাস্তা ও বৈশিষ্ট্যময় জেলাসহ বিভিন্ন নতুন পর্যটন স্থানও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

গাড়ি চালিয়ে ভ্রমণ, গ্রাম ভ্রমণ, স্কি ও স্কেটিং ভ্রমণও দ্রুত উন্নত হয়েছে। নিজের গাড়ি চালিয়ে বেড়াতে যাওয়ার পরিমাণ প্রায় ৫০ শতাংশে দাঁড়িয়েছে, যা চীনাদের ভ্রমণের নতুন পদ্ধতিতে পরিণত হয়েছে।

এবারের বসন্ত উত্সব চলাকালে চীনের ২০০ টি শহরের পর্যটক বিশ্বের ৬৮টি দেশ ও এলাকায় ভ্রমণে যান। দক্ষিণপূর্ব এশিয়া চীনা পর্যটকদের প্রধান গন্তব্য স্থানে পরিণত হয়েছে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040