বাংলাদেশের ফ্রি লেন্সার ফটোগ্রাফার কেএম আসাদের সাথে আলাপচারিতা
  2018-02-21 18:41:41  cri

চীনা গ্লোবাল ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা দশ ছবির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ফ্রি ল্যান্সার ফটোগ্রাফার খন্দকার মোহাম্মদ আসাদ-কেএম আসাদ। এর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের তোলা ছবির জন্য অর্জন করেছেন UNICEF 'ফটো অব দ্যা ইয়ার'সহ আরও পুরস্কার। ২৬ জানুয়ারি চিলিন প্রদেশের Antu শহরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চীনে এসেছিলেন তিনি। সিআরআই বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম একজন ফটোগ্রাফার হিসেবে কেএম আসাদের বেড়ে ওঠাসহ নানা বিষয় নিয়ে।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040