সিরিয়ার সরকারপন্থি যোদ্ধাদের আফরিন এলাকায় প্রবেশ
  2018-02-21 16:19:06  cri
ফেব্রুয়ারি ২১: গতকাল (মঙ্গলবার) সিরিয়ার সরকারপন্থি সশস্ত্র যোদ্ধারা দেশটির উত্তরাঞ্চলের শহর আলেপ্পো থেকে আফরিন এলাকায় প্রবেশ করে। সিরিয়ার জাতীয় টিভি স্টেশন এ-খবর দিয়েছে।

খবর অনুসারে, সশস্ত্র যোদ্ধারা আফরিন এলাকায় প্রবেশ করে স্থানীয় লোকজনকে তুর্কি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ ও সাহায্য করে। একই দিনে আফরিনে সামরিক অভিযান জোরদার করে তুর্কি বাহিনী।

এদিকে, সোমবার তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান আফরিন এলাকায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা পুনরায় উল্লেখ করেন। তিনি বলেন, এলাকাটিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সিরীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়।

উল্লেখ্য, ২০ জানুয়ারি থেকে তুর্কি বাহিনী আফরিন এলাকায় সামরিক অভিযান চালিয়ে আসছে। তুর্কি বাহিনীর লক্ষ্য কুর্দি সশস্ত্র গ্রুপ 'দি পিপলস্‌ প্রটেকশান ইউনিট (ওয়াইজিপি)'। তুরস্ক এই গ্রুপটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। অন্যদিকে, সিরীয় সরকার আফরিনে তুর্কি অভিযানকে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখছে।

(তুহিনা/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040