ফিলিস্তিনকে জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য হিসেবে গ্রহণ করতে মাহমুদ আব্বাসের আহ্বান
  2018-02-21 16:18:38  cri
ফেব্রুয়ারি ২১: ফিলিস্তিনকে জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য হিসেবে গ্রহণ এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব-জেরুসালেমকে রাজধানী ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ফিলিস্তিন সমস্যাসম্পর্কিত এক সম্মেলনে তিনি এ-আহ্বান জানান।

সম্মেলনে আব্বাস চলতি বছরের মাঝামাঝি নাগাদ একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান। তিনি আশা করেন, উক্ত সম্মেলনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। (তুহিনা/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040