সন্ত্রাসদমনে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক রাশিয়া
  2018-02-21 16:10:26  cri
ফেব্রুয়ারি ২১: মধ্য-এশিয়ায় চরমপন্থি সংস্থা আইএস দমনে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক রাশিয়া। গতকাল (মঙ্গলবার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এ-কথা জানান।

এদিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবাইটে বলা হয়, সফররত পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ-কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসদমনে দক্ষতা বাড়াতে পাকিস্তানকে সহায়তাও দিতে আগ্রহী রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগান পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে রাশিয়া ও পাকিস্তান। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অনেক বছর ধরে অবস্থান করলেও, এতদঞ্চলের জনগণের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জন সম্ভব হয়নি। এটি দুঃখজনক। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040