'দুই রাষ্ট্র তত্ত্ব' ফিলিস্তিন-ইসরাইল সমস্যা সমাধানের একমাত্র উপায়: জর্ডান ও তুরস্ক
  2018-02-20 18:22:29  cri
ফেব্রুয়ারি ২০: 'দুই রাষ্ট্র তত্ত্ব' ফিলিস্তিন-ইসরাইল সমস্যা সমাধানের একমাত্র উপায় এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করা জরুরি। গতকাল (সোমবার) জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এক বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ-মন্তব্য করেন।

সাংবাদিক সম্মেলনে কাভুসোগলু বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংকটে জর্ডানের অবদানের প্রশংসা করে তুরস্ক। তিনি জানান, সিরিয়ার উত্তরাঞ্চলের আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানের লক্ষ্য হল সন্ত্রাসদমন। তুরস্ক সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে বলেও তিনি দাবি করেন।

এ-সময় সাফাদি বলেন, জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি অকার্যকর ও অর্থহীন। সিরিয়া পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক উপায়ে সিরিয়া সমস্যা সমাধান করা প্রয়োজন। সিরিয়ার শরণার্থীরা যথাসময়ে দেশে ফিরতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

(তুহিনা/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040