বিভিন্ন ইস্যুতে মার্কিন-তুর্কি বিরোধ মেটাতে তিনটি কর্মগ্রুপ কাজ করবে: তুরস্কের প্রধানমন্ত্রী
  2018-02-20 18:21:58  cri
ফেব্রুয়ারি ২০: বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র-তুরস্ক বিরোধ মেটাতে তিনটি কর্মগ্রুপ প্রতিষ্ঠা করতে রাজি হয়েছে দু'দেশ। রোববার তুরস্কের প্রধানমন্ত্রী বিলানি ইলদিরিম সাংবাদিকদের এ-তথ্য জানান।

তিনি বলেন, প্রস্তাবিত তিনটি কর্মগ্রুপ হবে: প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের, পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল ব্যক্তি পর্যায়ের, এবং প্রধানমন্ত্রী পর্যায়ের। প্রস্তাবিত এই তিনটি কর্মগ্রুপ দু'দেশের মধ্যে বিরাজমান বিভিন্ন বিরোধ মিটিয়ে ফেলতে কাজ করবে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি তুরস্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভদুত কাভুসোগলু এক যৌথ সাংবাদিক সম্মেলনে দু'দেশের বিরোধ মিটিয়ে ফেলতে নতুন ম্যাকানিজম প্রতিষ্ঠার কথা বলেন।

(তুহিনা/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040