চলতি বছর চীনে সামাজিক বিদ্যুতের ব্যবহার ৫.৫ শতাংশ বাড়বে
  2018-02-20 16:53:18  cri
ফেব্রুয়ারি ২০: চলতি বছর চীনে সামাজিক বিদ্যুতের ব্যবহার ৫.৫ শতাংশ বাড়বে। সম্প্রতি চীনের বিদ্যুৎ শিল্প ফেডারেশনের রিপোর্টে এ-পূর্বাভাস দেওয়া হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, সামষ্টিক অর্থনীতি, সেবাশিল্প ও আবাসিক বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, বায়ুদূষণ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ফ্যাক্টরের কারণে ২০১৮ সালে চীনে সামাজিক বিদ্যুতের ব্যবহার বাড়বে।

এদিকে, ফেডারেশনের উপ-সচিব আন হুং কুয়াং জানান, চলতি বছর চীনে নতুন বিদ্যুত্কেন্দ্রগুলো মোট ১২ কোটি কিলোওয়াট বিদ্যুৎ উত্পাদন করবে। এর মধ্যে অরাসায়নিক বিদ্যুত্কেন্দ্রগুলোতে উত্পাদিত হবে ৭ কোটি কিলোওয়াট।

তিনি আরও বলেন, চীনের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ-সরবরাহ ক্ষমতা বেশি। অন্যদিকে, এ-ক্ষেত্রে পূর্ব ও মধ্যাঞ্চলের ক্ষমতা সামষ্টিকভাবে ভারসাম্যপূর্ণ। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040