জরুরি অবস্থার মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর প্রস্তাব মালদ্বীপ প্রেসিডেন্টের
  2018-02-20 15:05:49  cri
ফেব্রুয়ারি ২০: জরুরি অবস্থার মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে গতকাল (সোমবার) পার্লামেন্টকে অনুরোধ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন। পার্লামেন্টকে তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি এখনও রয়ে গেছে।

প্রেসিডেন্টের অনুরোধ বিবেচনা করতে সোমবারেই পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা হয়। বিশেষ অধিবেশনে পার্লামেন্টের ৮৫ জন সদস্যের মধ্যে ৩৯ জন উপস্থিত ছিলেন। তাঁরা বিষয়টিকে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটিতে পাঠান। কমিটি আলোচনার পর জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করে। আজ (মঙ্গলবার) পার্লামেন্টে বিষয়টির ওপর চূড়ান্ত ভোটাভুটি হবার কথা রয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদসহ ৯ জন রাজবন্দিকে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর, প্রেসিডেন্ট ইয়ামিন দেশে ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেন এবং প্রধান বিচারপতিতে গ্রেফতার করা হয়। (আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040