'বিদেশে চীনা ভাষার জনপ্রিয়তা' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত
  2018-02-19 18:37:09  cri
ফেব্রুয়ারি ১৯: সম্প্রতি 'বিদেশে চীনা ভাষার জনপ্রিয়তা' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে চীনের বিদেশি ভাষা ব্যুরো। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা, কানাডা, সিঙ্গাপুর ও ভারতে পরিচালিত জরিপ অনুসারে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর 'চীনা স্বপ্ন', 'এক অঞ্চল, এক পথ', 'মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি', 'দুর্নীতিদমন'সহ বিভিন্ন চীনা শব্দ আন্তর্জাতিক সমাজে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'কনফুসিয়াস', 'বসন্ত উত্সব', 'মধ্য-শরত্ উত্সব', 'শাও লিন' এবং 'কুং ফু'সহ চীনা সাংস্কৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন শব্দও আন্তর্জাতিক সমাজে ব্যাপকভাবে পরিচিত।

এদিকে বিশ্লেষকরা মনে করেন, চীনা রীতি-নীতি, প্রাচীন শিক্ষাবিদদের চিন্তাধারা, ও ঐতিহ্যবাহী চীনা খাবার বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করছে। চীনাদের জীবনযাপন পদ্ধতি ও চিন্তাধারাও বিশ্ববাসীর ওপর ধীরে ধীরে প্রভাব ফেলছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040