চলতি বছর এক রকেটে সাতটি উপগ্রহ মহাশূন্যে পাঠাবে চীনের একটি কোম্পানি
  2018-02-19 16:53:14  cri

সম্প্রতি চীনের বাণিজ্যিক মহাকাশ শিল্পপ্রতিষ্ঠান—' চিউ থিয়ান ওয়েই সিং'য়ের উদ্যোগে উপগ্রহ নেটওয়ার্কিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই কার্যক্রম অনুযায়ী, চলতি বছরের শেষার্ধে একটি রকেটের সাহায্যে সাতটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠানো হবে। এটি হবে বর্তমান চীনে বেসামরিক বাণিজ্যিক মহাকাশ গবেষণা খাতে ব্যাপকতার দিক থেকে সবচেয়ে বড় ও জটিল প্রকল্প।

সাম্প্রতিক বছরগুলোতে দেশে-বিদেশে বাণিজ্যিক মহাকাশ গবেষণা খাতে দ্রুত অগ্রগতি অর্জিত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে। ইউরোপ ও চীনা মহাকাশ শিল্পপ্রতিষ্ঠানগুলোও নিজেদের উপগ্রহ নেটওয়ার্কিং পরিকল্পনা তুলে ধরেছে।

চীনের বিজ্ঞান একাডেমির সি আন অপটিক্স গবেষণালয়ের মেধাস্বত্ব বিভাগের মহাপরিচালক ছাও হুই থাও বলেন,

"বর্তমান বিশ্বে এখনও ৩৯০ কোটি মানুষ নেটওয়ার্কিংয়ের বাইরে রয়েছে। যেসব এলাকায় কম মানুষের বাস, সেখানে নেটওয়ার্কিং গড়ে তোলা আর্থিক দিক দিয়ে লাভজনক নয়। সুতরাং, কৃষিপ্রধান এলাকা বা মরুভূমিতে নেটওয়ার্কিং স্টেশন প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। তাই আমাদের লজিস্টিক, বিশেষ কর্মকাজ, ও ড্রিলিং প্ল্যাটফর্ম বিবেচনায় নিতে হবে; নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ভূভাগের সঙ্গে সমুদ্রকে সংযুক্ত করতে হবে। আসলে বিদেশে ইতোমধ্যেই কয়েকটি বেসামরিক শিল্পপ্রতিষ্ঠান এই কাজ করতে শুরু করেছে। চীনে এই খাতে অগ্রগতি বলতে গেলে শূন্য। শুধু 'চিউ থিয়ান ওয়েই সিং' সর্বপ্রথম এই কাজে হাত দিয়েছে।"

'চিউ থিয়ান ওয়েই সিং' হচ্ছে সি আন অপটিক্স গবেষণালয়ের বিনিয়োগে প্রতিষ্ঠিত বেসামরিক বাণিজ্যিক মহাকাশ কোম্পানি। এ-কোম্পানি ছোট্ট কৃত্রিম উপগ্রহ নিয়ে গবেষণা করতে সক্ষম। ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি চীনে প্রথম শিক্ষা-উপগ্রহ 'জুনিয়র-১ তারকা' চিউ ছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণ-কেন্দ্র থেকে মহাশূন্যে পাঠানো হয়। এই উপগ্রহের সামষ্টিক গবেষণা ও তত্ত্বাবধানের দায়িত্ব ছিল 'চিউ থিয়ান ওয়েই সিং'য়ের ওপর। সম্প্রতি এই কোম্পানির উপগ্রহ নেটওয়ার্কিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়। এ-বছরের শেষার্ধে এক রকেটের মাধ্যমে সাতটি উপগ্রহ মহাশূন্যে পাঠাবে এই কোম্পানি। এ সম্পর্কে মহাপরিচারক ছাও হুই থাও বলেন

"সর্বশেষ পরিকল্পনা হচ্ছে, ২০১৮ সালে এক রকেটের মাধ্যমে সাতটি উপগ্রহ মহাশূন্যে পাঠানো। এই সাতটি উপগ্রহের সবকটিই বাণিজ্যিক উপগ্রহ। এ-পর্যন্ত একাধিক উপগ্রহ বিক্রিও হয়ে গেছে। সুতরাং, উত্ক্ষেপণের ব্যয় আমাদের বহন করতে হবে না। একটি উপগ্রহ কিনেছে ওএফও। আরেকটি উপগ্রহ 'জুনিয়র-২ তারকা', যা পান্ডার তথ্য সংগ্রহ করতে সক্ষম।"

জানা গেছে, বর্তমানে শতাধিক কিলোগ্রাম ওজনের উপগ্রহ নিয়ে কাজ করার দক্ষতা রয়েছে 'চিউ থিয়ান ওয়েই সিং' কোম্পানির। ওএফও যে-উপগ্রহটি কিনেছে, সেটি কোম্পানির ভাগাভাগির হলুদ সাইকেল ব্যবসায় কাজে লাগানো হবে। 'জুনিয়র-২ তারকা' উপগ্রহ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় ও সহজবোধ্য করতে কাজে লাগানো হবে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040