দারিদ্র্যবিমোচন খাতে চীনের হেইলুংচিয়াং প্রদেশে ৩২৬ কোটি ইউয়ান ব্যয়
  2018-02-18 18:52:56  cri
ফেব্রুয়ারি ১৮: গত বছর চীনের হেইলুংচিয়াং প্রদেশে দারিদ্র্যবিমোচন খাতে ব্যয় হয়েছে ৩২৬ কোটি ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি।

সরকারি হিসেব অনুসারে, ২০১৭ সালে হেইলুংচিয়াং প্রদেশে পানীয় জল, শিক্ষা, চিকিত্সা ও বাসভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাস্তব অগ্রগতি অর্জিত হয়। এ-বছর প্রদেশের দারিদ্র্যকবলিত অঞ্চলগুলোর লোকদের গড় আয় ৯.৫ শতাংশ বাড়ে এবং মোট এক লাখ ৬২ হাজার লোক দারিদ্র্যমুক্ত হয়। ২০১৬ সালে প্রদেশে হতদরিদ্র লোকের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ২.৪৬ শতাংশ; ২০১৭ সালে তা কমে দাঁড়িয়েছে ১.৬৪ শতাংশে।

(তুহিনা/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040