চীনের মধ্য-পূর্বাঞ্চলের বিদ্যুত্ঘাটতি কমাতে বিশেষ ব্যবস্থা
  2018-02-18 16:50:54  cri
ফেব্রুয়ারি ১৮: জানুয়ারিতে বিরূপ আবহাওয়া, প্রাকৃতিক গ্যাসের ঘাটতিসহ বিভিন্ন ফ্যাক্টরের কারণে চীনের মধ্য-পূর্বাঞ্চলে বিদ্যুত্ঘাটতি ছিল। এই ঘাটতি কমাতে, স্টেট গ্রিড কর্পোরেশন অব চায়নার উত্তর-পশ্চিম বিভাগ মোট ১১৬৩.৪ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুত সরবরাহ করে।

এবার নতুন বছরের শুরুর দিকে চীনের মধ্য-পূর্বাঞ্চলে ব্যাপক শীত পড়ে ও তুষারপাত ঘটে। এর মধ্যে চীনের শাং হাই, হু পেই, হু নান ও হ্য নান বেশি আক্রান্ত হয়। ফলে এ-অঞ্চলগুলোতে বিদ্যুত্ঘাটতি দেখা দেয়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040