চীন-আয়ারল্যান্ড বাণিজ্য ১০০০ কোটি ডলার ছাড়িয়েছে
  2018-02-18 15:09:45  cri
ফেব্রুয়ারি ১৮: ২০১৭ সালে চীন ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ১০০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়। আয়ারল্যান্ডের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিএসও) সম্প্রতি এ-তথ্য জানায়।

পরিসংখ্যান অনুসারে, গেল বছর চীন-আয়ারল্যান্ড পণ্য-বাণিজ্যের পরিমাণ ছিল ১১৪৪ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ১৯.৭২ শতাংশ বেশি।

সিএসও আরও জানায়, ২০১৭ সালে চীনের মূল ভূখণ্ড, হংকং ও ম্যাকাও থেকে আয়ারল্যান্ডে ৪৫১০ কোটি ইউরো মূল্যের পণ্য আমদানি করা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৬.৪১ শতাংশ বেশি। অন্যদিকে, ২০১৭ সালে আয়ার‍ল্যান্ড চীনে রফতানি করেছে ৫০৭০ কোটি ইউরো মূল্যের পণ্য, যা আগের বছরের চেয়ে ৩৪.৭৩ শতাংশ বেশি। অর্থাত ২০১৭ সালে আয়ারল্যান্ডের সঙ্গে চীনের মোট বাণিজ্য-ঘাটতি ছিল ৫৫ কোটি ৭০ লাখ ইউরো। (আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040