ভারতের ত্রিপুরায় বিধানসভা নির্বাচন
  2018-02-18 15:09:09  cri
ফেব্রুয়ারি ১৮: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (রোববার)। বিধানসভার ৬০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে মূলত রাজ্যের ক্ষমতাসীন দল সিপিআই (এম) এবং কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি(বিজেপি)।

নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে ৫৯টি আসনে। একজন প্রার্থীর স্বাভাবিক মৃত্যুর ফলে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত আছে। উক্ত আসনে ভোটগ্রহণ হবে ১২ মার্চ।

রাজ্যে বৈধ ভোটারের সংখ্যা প্রায় ২৫ লাখ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯২ জন প্রার্থী। এদের মধ্যে ৫৭ জন সিপিআই (এম)-এর এবং ৫১ জন বিজেপি'র। নির্বাচনের ফল ঘোষিত হবে ৩ মার্চ।

উল্লেখ্য, বিগত ২৫ বছর ধরেই রাজ্যটি শাসন করছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী) বা সিপিআই(এম)। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে সিপিআই(এম) ৪৯টি আসন লাভ করেছিল। অন্যদিকে বিজেপি ৫০টি আসনে প্রার্থী দিয়ে একটিতেও জয়লাভ করতে পারেনি।(আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040