'উষার মত সুন্দর'
  2018-02-21 18:22:21  cri
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা শেয়ার করতে পারবো। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সঙ্গীতের কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, তাহলে আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে সঙ্গীতের দুনিয়ায়।

প্রথমে শুনুন 'উষার মত সুন্দর' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী লি চিয়ান। লি চিয়ানের কন্ঠ শুনে মানুষ মনে শান্তি পায়, তাই অনেকেই তাকে 'সঙ্গীতের কবি' নামে ডাকে। আচ্ছা, তাহলে শুনুন তাঁর সুন্দর কন্ঠ। (১)

বন্ধুরা, এখন শুনুন 'ঘুম নেই' শিরোনামে একটি গান। গেয়েছেন সঙ্গীত ব্যান্ড 'সু তা লুই'। হ্যাঁ, প্রিয় মানুষের কথা মনে পড়তে পড়তে ঘুম চলে যায়। গভীর রাতে প্রিয় মানুষের মিষ্টি হাসি, মিষ্টি মুখ মনে পড়লে মন ভরে এলো সুখ এবং আনন্দ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই গানের মাধ্যমে উপভোগ করবো প্রেমের মিষ্টি। (২)

বন্ধুরা, এখন শুনুন 'যদি আমি একটি গান' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী ছেন রিং আর। গানের কথা এমন: যদি আমি একটি গান, আমি তোমার গোপন কথা রক্ষা করতে পারি, কেউই শুনতে পায়না। যদি আমি একটি গান, আমি তোমাকে নিয়ে স্মৃতিতে যাবো, আগের মিষ্টি ভালোবাসা উপভোগ করো।আমি তোমার বাসা, আমি তোমার যাত্রা। আমি তোমার প্রিয় সুর। আচ্ছা, শুনুন গানটি।(৩)

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে চাই, তার শিরোনাম 'আস্থার চেহারা'। গেয়েছেন কন্ঠশিল্পী চাং সুয়ান। হ্যাঁ, যদি আপনি জিজ্ঞেস করেন, ভালোবাসার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? তাহলে আমার উত্তর নিশ্চয়ই 'আস্থা'। আস্থা না থাকলে দু'জন কিভাবে হাতে হাত রেখে ভবিষ্যতের দিকে যাবে? আর এই আস্থা পাওয়ার জন্য নিশ্চয়ই প্রিয় মানুষকে মিথা বলবেন না। আচ্ছা, তাহলে শুনুন গানটি। (৪)

বন্ধুরা, এখন শুনুন 'সংযত' শিরোনামে একটি গান, গেয়েছেন কন্ঠশিল্পী কুও তিং। গানের কথা এমন: আমি দেখেছি, তুমি আমার সামনে আছো, আমাদের মধ্যে কত দূরত্ব থাকে, আমি তা চিন্তা করতে চাই না। আমাকে একটি আলিঙ্গন দাও, নইলে মনের দুঃখ আমাকে পরাজিত করবে। তোমার সঙ্গে আবার দেখা করতে চাই আমি। আচ্ছা, তাহলে শুনুন গানটি।(৫)

বন্ধুরা, এখন শুনুন 'স্মরণ' শিরোনামে একটি গান। গেয়েছেন তাইওয়ানের কন্ঠশিল্পী ছাই জিয়ান ইয়া। গানের কথা এমন: আমি চোখ খুলেছি, তুমি কে, আমি ভুলে গেছি। ঘুড়িকে মুক্তি দেই, সুতা কেটে দেই। তোমাকে আমার স্মৃতিও বন্ধ করি। আচ্ছা, শুনুন গানটি।(৬)

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে চাচ্ছি, এর শিরোনাম 'ছাই রং'। গানের কন্ঠশিল্পী সুই চিয়া ইং। গানের কথা এমন: ভোরের মিষ্টি স্বপ্ন তুমিই, কোমল ও মিষ্টি মার্শম্যালো তুমিই। নীল আকাশের সেই হালকা মেঘ তুমিই। যদি রং দিয়ে আমাকে বর্ণনা করি, তাহলে আমার রং ছাই, তা শুধুই তোমাকে ভালোবাসার কারণেই। আচ্ছা, শুনুন গানটি।(৭)

বন্ধুরা, একন শুনুন 'চাংসানের গান' শিরোনামে একটি গান, গেয়েছেন কন্ঠশিল্পী ছি ছিন। গানের কথা এমন: আমি তোমাকে নিয়ে বিশ্ব ভ্রমণ করবো, দুঃখ নেই, চিন্তা নেই। যদিও সুন্দর কাপড় নেই, বিলাসী বিল্ডিংয়ে না থাকি, তবে এক বুক আশা নিয়ে যাত্রা শুরু করতে পারি। আচ্ছা, শুনুন গানটি। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040