'মনের কথা বলেত পারি না'
  2018-02-20 15:19:49  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সুরের ধারায় আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শুয়েই ফেইফেই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

বন্ধুরা, সঙ্গীত শোনা খুব উপভোগের ব্যাপার। পপ, রক, এমন অনেক ধরনের সঙ্গীত বা গান আছে। তা আমাদের জীবনে কিছু ভিন্ন রং যোগ করেছে। এসব গানের মধ্যে প্রেমের গান অনেকের প্রিয়। কারণ এমন গান শুনতে অনেক মনমুগ্ধকর এবং স্নেহশীল। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য এমন কিছু সুন্দর গান প্রস্তুত করেছি, আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে।

প্রথমে শুনুন 'জীবনের ভালোবাসা' শিরোনামে একটি গান, গেয়েছেন কন্ঠশিল্পী লিন চুন চিয়ে।(১)

বন্ধুরা, এখন শুনুন 'নিঃসঙ্গতা' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী আ-লিন। আ-লিনের জন্ম ১৯৮৩ সালের ২০ সেপ্টেম্বর। তিনি চীনের তাইওয়ান প্রদেশের কন্ঠশিল্পী। ২০০৩ সালে তিনি সঙ্গীত কোম্পানীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং ২০০৭ সালে তাঁর প্রথম এ্যালবাম প্রকাশিত হয়। আর এই এ্যালবাম নিয়ে তিনি সে বছরের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার জিতেন।এই পর্যন্ত তাঁর ছয়টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। আচ্ছা, তাহলে শুনুন তাঁর গাওয়া মধুর গানটি।(২)

বন্ধুরা, এখন শুনুন 'মনের কথা বলেত পারি না' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী সুই চিয়া ইং। গানের কথা এমন: মনের কথা বলেত পারি না, পারি না। তোমাকে শুভেচ্ছা জানাতেও পারি না। আশা করি তুমি সবসময় ভালো থাকবে, আশা করি তোমার মন উড়তে পারবে। আশা করি আমিও অন্যকে ভালোবাসতে পারবো। আচ্ছা, শুনুন গানটি।(৩)

বন্ধুরা, এখন 'সময় যেন চোরের মত' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী জিন উনছি । যেটা আকড়ে ধরতে পারো, তাকে ছেড়ে দেবে না। যে মানুষকে আলিঙ্গন দিতে পারো, তাকে ঘৃণা করবে না। সময় তাড়াতাড়ি চলে গেছে, আর কি রয়েছে এখানে? যদিও সব কিছুই যেন একটি স্বপ্নের মত, কেঁটেছি, হেসেছি, তবুও মনে স্মৃতি রেখেছে। সময় যেন ভ্রমণের মত, কিন্তু এই ভ্রমণের পথ শুধুই সামনে চলতে থাকে, আর ফিরে যাওয়া যাবে না। আমি শুধুই তোমার সঙ্গে থাকতে চাই। আচ্ছা, এখন শুনুন এই মনোমুগ্ধকর গানটি। (৪)

বন্ধুরা, এখন শুনুন 'বিদায়' শিরোনামে একটি গান, গেয়েছেন কন্ঠশিল্পী ফেং থি মো। গানের কথা এমন: আমি নিজেকে উপেক্ষা করি, কারণ আমি তোমাকে দেখেছি। আমি নিজেকে বলি, ভালোবাসা তো এই রকমই, মন এত পাগল হয়ে যায়। আচ্ছা, শুনুন গানটি।(৫)

বন্ধুরা, এখন শুনুন 'আছে কি না' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী উই লি আন। গানের কথা এমন: তুমি কি কখনো আমাকে ভালোবেসেছো? তুমি কি কখনো আমাকে একটু মিস করেছো? হয়তো প্রতিশ্রুতি ছাড়া একটু সহজ লাগে, হয়তো সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ভুলে যাবো। আচ্ছা, শুনু গানটি। (৬)

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি সে গানের শিরোনাম 'বিশ্বাসঘাতকতা'। গেয়েছেন কন্ঠশিল্পী ছাও ক্য। গানের কথা এমন: বৃষ্টি পড়ছে আর পড়ছে। ফুল কিন্তু ফুটে নি। তুমি আর আমাকে ভালোবাসবে না। শুধু আমি একাই বৃষ্টিতে থাকি। আমি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করি, শুধুই তোমার আশা-আকাঙ্খা পূরণের জন্য। আচ্ছা, বন্ধুরা, এখন শুনুন গানটি।(৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরেকটি গান শোনাবো, গানের শিরোনাম 'প্রেমের গান কিভাবে গাইবো'। গানের কন্ঠশিল্পী লিউ সি চুন। আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040