সংখ্যালঘু জাতির উন্নয়নের জন্য চীন সরকার ৮০ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে
  2018-02-16 14:21:41  cri
ফেব্রুয়ারি ১৬: চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আজ (শুক্রবার) জানিয়েছে, সম্প্রতি অন্তঃমঙ্গোলিয়াসহ ১৩টি প্রদেশ ও অঞ্চলের সংখ্যালঘু উপজাতীয় অধ্যুষিত এলাকার অবকাঠামো নির্মাণ,গণসেবা ব্যবস্থার নির্মাণ, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন এবং জাতীয় সংস্কৃতির উত্তরাধিকার এই চার ক্ষেত্রের সংশ্লিষ্ট প্রকল্প নির্মাণের জন্য সরকার ৮০ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।

এই ১৩টি প্রদেশ ও অঞ্চল হল: অন্তঃমঙ্গোলিয়া, লিয়াও নিং, জি লিন, হেলুংচিয়াং, ফুচিয়ান, চিয়াংসি, কুয়াংসি, কুইচৌ, ইয়ুন নান, তিব্বত, কানসু, ছিংহাই ও সিনচিয়াং। জানা গেছে, সংশ্লিষ্ট প্রকল্পের নির্মাণ বাস্তবায়িত হলে 'ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনায়' উপজাতি এলাকা ও সংখ্যা লঘু জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত হবে। এর ফলে সংখ্যা লঘু উপজাতি এলাকার উন্নয়ন আরো সমন্বিত, জীবন আরো সমৃদ্ধ, পরিবেশ আরও সুন্দর, সমাজ আরো সুষম হবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040