তিব্বতি জনগণ বসন্ত উত্সব ও তিব্বতের নববর্ষ উদযাপন করেছে
  2018-02-16 14:10:40  cri
ফেব্রুয়ারি ১৬: চলতি বছর চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব ও তিব্বতের চান্দ্রপঞ্জিকার নববর্ষ একই দিনে পড়েছে। তিব্বতের চান্দ্রপঞ্জিকার বছরের শেষ দিনে এবার তিব্বত ভরে থাকে আনন্দ ও সুখে। বিভিন্ন জাতির লোকজন আনন্দ মন নিয়ে ঐতিহ্যবাহী বসন্ত উত্সব ও তিব্বতের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

গত এক বছরে তিব্বতের শস্য উত্পাদনের পরিমাণ বেড়েছে ১০ লাখ টনেরও বেশি। এই সংখ্যা টানা আট বছরে বৃদ্ধি পেয়েছে। রিকাজ্য তিব্বতের শস্যের গুদাম হিসেবে পরিচিত। সেখানকার কৃষকরা ইতোমধ্যে বসন্তকালে চাষের জন্য জমি প্রস্তুত করেছেন। তাদের গৃহে দেখা যায় বসন্ত উত্সব উদযাপনের জন্য কেনা নানা জিনিস। সবাই নতুন বছরে ভাল ফসলের আকাঙ্খা পোষণ করেন।

উত্সবের দিনে লাসা শহরের রাস্তায় প্রচুর ভীড় দেখা যায়। লোকজন বাজারে গিয়ে তিব্বতের বৈশিষ্টময় খাবার কিনেন। বিভিন্ন এলাকার জীবযাপনের অবস্থার ভিন্নতার কারণে তিব্বতে যদিও নববর্ষ উদযাপনের সময়ের কিছুটা পার্থক্য আছে। তবে বিভিন্ন এলাকার বিনিময় ও যোগাযোগ এখন ঘনিষ্ঠ হওয়ায় মানুষের নববর্ষ উদযাপনের ভিন্নতাও কমে যাচ্ছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040