বাংলাদেশে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে চায় ইইউ
  2018-02-15 15:49:36  cri
ফেব্রুয়ারি ১৫: বাংলাদেশে সবার অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে 'স্বাধীন ও বিশ্বস্ত' নির্বাচন কমিশন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।

সফররত ইউরোপিয়ান পার্লামেন্টারি প্রতিনিধি দল গতকাল (বুধবার) বিকালে সেদেশের প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে এমন প্রত্যাশা ব্যক্ত করেছে। রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত প্রায় ৪৫ মিনিটের ওই বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ব্যবস্থার খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়।

আট সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির সদস্য জ্যঁ ল্যামবার্ট।

বৈঠক শেষে জ্যঁ ল্যামবার্ট সাংবাদিকদের জানান, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ। এজন্য নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে। তিনি বলেন, স্বাধীন ও বিশ্বস্ত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। এটা আগামী নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ যেন সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। এই লক্ষ্যে যেন সকল রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040