চীনের বিভিন্ন অঞ্চল আনন্দের সঙ্গে ঐতিহ্যবাহী বসন্ত উত্সব স্বাগত জানাচ্ছে
  2018-02-15 15:17:50  cri

আজ চীনের চান্দ্রপঞ্জিকার শেষ দিন। সারা বছর ব্যস্ততার পর চীনা জনগণ এখন বিভিন্ন পদ্ধতিতে বছরের সবচেয়ে আড়ম্বরপূর্ণ ঐতিহ্যবাহী উত্সব, বসন্ত উত্সবকে স্বাগত জানাচ্ছে। সবাই নতুন বছরে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এখন সারা চীনে, সব জায়গা সুন্দরভাবে সাজানো হয়েছে। নববর্ষের আনন্দে প্রত্যেক চীনাদের মন ভরে আছে।

বসন্ত উত্সব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উত্সব। উত্সবের আমেজ সবচেয়ে ভালোভাবে বোঝা যায় যেখানে সেই জায়গা নিশ্চয়ই বাজার। বেইজিংয়ের বাসিন্দা মিস্টার কাও বলেন:

গত দু'দিনে আমি উত্সব উদযাপনের জিনিস কেনার জন্য ব্যস্ত ছিলাম। উত্সবের দিন পরিবারের আত্মীয়স্বজন নিয়ে একসাথে উদযাপন করবো, আমার বাবার সঙ্গে থাকবো। এদিকে চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে মিস্টার ফান শাকসবজি কেনার জন্য ভোরেই বাজারে এসেছেন। তিনি বলেন:

গরুর মাংস, মাশরুম, শাকসবজি, সব কিছু কিনতে তিন শতাধিক ইউয়ান খরচ হয়েছে। তা এক সপ্তাহ রান্না করার জন্য যথেষ্ট। পরিবারে আত্মীয়স্বজন বেশি, বসন্ত উত্সব উদযাপন করতে অন্তত এক হাজার ইউয়ান মূল্যের শাকসবজি লাগবে।

লোকজনের উত্সবের জীবনকে আনন্দময় ও সমৃদ্ধ করার জন্য চীনের বিভিন্ন জায়গায় বৈচিত্রময় অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। নানচিং শহরের ছিনহুয়াই লন্ঠন উত্সবের ইতিহাস সুদীর্ঘকালের। এর আছে ১ হাজার ৭ শ'রও বেশি বছরের ইতিহাস। তাহল চীনে সবচেয়ে দীর্ঘ সময় স্থায়ী, সবচেয়ে বেশি লোকের অংশগ্রহণ এবং সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে লন্ঠন উত্সব অন্যতম।

৭০ বছর বয়সী লিন সৌ কাং এই লন্ঠন উত্সবের ভক্ত। প্রতি বছর তিনি ক্যামেরা নিয়ে এত অংশ নেন। তিনি বলেন:

আমি ছবি তুলতে পছন্দ করি। প্রতি বছরের লন্ঠন উত্সবের ছবি আমার কাছে আছে। আমি ইন্টারনেটে পোস্ট করি, এসব ছবি নিয়ে ভিডিও তৈরি করি। সময় পেলে তা দেখি। আমার বন্ধুরা এসব ছবি অনেক পছন্দ করে।

লাউসের ছাত্র লিমিন বিশেষ করে লন্ঠন উত্সব দেখতে এসেছেন। তিনি এই প্রথমবারের মত এমন সুন্দর লন্ঠন উত্সব দেখেছেন। তিনি বলেন:

প্রথমবারের মত এমন সুন্দর উত্সব দেখছি, আমি খুব আবেগপ্রবণ এবং আনন্দিত। আপনাদের উত্সব উদযাপন দেখে আমি নিজেও একটি লন্ঠন তৈরি করেছি। ব্যাপারটি খুব মজার।

বসন্ত উত্সবের সময় ফুলের সৌন্দর্য উপভোগ করা দক্ষিণাঞ্চলের লোকজনের একটি বিশেষ রীতিনীতি। চলতি বছরের বসন্ত উত্সবে কুয়াং তুং প্রদেশে বৈচিত্রময় উদযাপনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌ শহর 'ফুলের শহর' হিসেবে পরিচিতি পাবার ইতিহাস ১ হাজার ৭ শ'র বছরেরও বেশী। চলতি বছরের বসন্ত উত্সবে কুয়াংতুং প্রদেশে 'কুয়াংচৌয়ে বসন্ত উত্সব উদযাপন, ফুলের শহরে ফুল দেখা' শীর্ষক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। লোকজন এখানে বিশেষ অনুভূতি পেতে পারেন।

যদিও চীনাদের বসন্ত উত্সব উদযাপনের রীতিনীতি ভিন্ন, তবে সুষম ও পুনর্মিলনই সবার আকাঙ্খা।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040