চীনা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  2018-02-15 14:36:11  cri
ফেব্রুয়ারি ১৫: নতুন বছর উপলক্ষে বাংলাদেশ, চীন এবং বিশ্বের সবাইকে বাংলাদেশ সরকার এবং তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে এক অভিনন্দন বাণীতে শেখ হাসিনা বলেন, চীনের চান্দ্র বর্ষের শুরু খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। পঞ্জিকা অনুযায়ী এ বছর চীনের 'কুকুর বর্ষ' যা বিশ্বস্ততা, আত্ম শৃঙ্খলা এবং উম্মুক্ততার প্রতীক।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু প্রাচীন কালের। দুদেশের আছে দুই হাজার বছরের পুরনো সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক বিনিময়ের ইতিহাস। প্রাচীন বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত অতীশ দীপঙ্কর অষ্টম শতকে চীনের তিব্বত ভ্রমণ করেন এবং সেখানে তিব্বতী বৌদ্ধ শর্ম স্কুল প্রতিষ্ঠা করেন।

শেখ হাসিনা বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। শেখ হাসিনা বলে, ২০১৭ সাল ছিল দু'দেশের মৈত্রী ও বিনিময়ের বছর।

বাণীতে শেখ হাসিনা দুদেশের জনগণের অব্যাহত সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040