চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষে পাক প্রেসিডেন্টের শুভেচ্ছা বাণী
  2018-02-14 17:35:40  cri
ফেব্রুয়ারি ১৪: চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব উপলক্ষে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন এক অভিনন্দন বাণীতে চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা করেন নতুন বছরে পাকিস্তান ও চীন বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ও বিনিময় আরো জোরদার করবে, যাতে চীন-পাক অর্থনৈতিক করিডোর নির্মাণে নতুন অগ্রগতি অর্জন করা যায়।

বাণীতে মামনুন হুসেইন পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে চীনা জনগণকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, সুপ্রতিবেশী দেশ হিসেবে চীন ও পাকিস্তানের মৈত্রী সুদীর্ঘ কালের। পাকিস্তান ও চীন ভালো ভাই এবং সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার।

বাণীতে হুসেইন আরো বলেন, গত বছর বিশ্বের পরিচালনা ও সংস্কারে চীন প্রধান ভূমিকা পালন করেছে। পাকিস্তানের সাথে যৌথভাবে অভিন্ন ভাগ্যের সম্প্রদায় নির্মাণে বিরাট সাফল্য অর্জন করা গেছে। ২০১৭ সালে চীন-পাক অর্থনৈতিক করিডোর নির্মাণ সুষ্ঠুভাবে চলেছে। দু'দেশের মৈত্রী অব্যাহতভাবে গভীরতর হচ্ছে।

তিনি আশা করেন, নতুন বছরে চীনের দ্রুত উন্নয়নের প্রবণতা বজায় থাকবে এবং দু'দেশের মৈত্রী আরো গভীর হবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040