আন্তর্জাতিক সমাজকে অভিন্ন ভাগ্যের সম্প্রদায়ের চেতনা নিয়ে সন্ত্রাসবাদ দমন করার আহ্বান জানান মা ছাও স্যু
  2018-02-14 16:12:53  cri
ফেব্রুয়ারি ১৪: জাতিসংঘে চীনা স্থায়ী প্রতিনিধি মা ছাও স্যু গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক সমাজকে অভিন্ন ভাগ্যের সম্প্রদায়ের চেতনা নিয়ে সন্ত্রাসবাদ দমনের সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।

তিনি বলেন, সন্ত্রাসবাদের বিভিন্ন ধরণের হুমকি সম্মুখীন আন্তর্জাতিক সমাজের উচিত একই মানদন্ডে শূন্য সহনশীল নীতিতে সন্ত্রাস দমন করা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের সহযোগিতা নিরাপত্তা পরিষদের নেতৃত্বে 'জাতিসংঘ গঠন তন্ত্র'র আওতায় পরিচালিত হয়।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত একসঙ্গে সন্ত্রাসবাদের মূল কারণ মোকাবিলা করা। জাতিসংঘের উচিত সদস্য দেশগুলোকে অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে সহায়তা করা। বিভিন্ন সভ্যতা ও ধর্মের মধ্যে সমতার ভিত্তিতে সংলাপ চালানো। মা ছাও স্যু বলেন, দায়িত্বশীল সকলকে নতুন আন্তর্জাতিক সম্পর্ক ও মানবজাতির অভিন্ন ভাগ্যের সম্প্রদায় গড়ে তোলার চেষ্টা করা উচিত।

চীন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। সাম্প্রতিক বছরগুলোতে চীন ইতিবাচকভাবে জাতিসংঘ ও শাংহাই সহযোগিতা সংস্থার বহু পক্ষীয় সহযোগিতা ব্যবস্থায় অংশ নেয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040