সিপিসি'র ঊনবিংশ জাতীয় প্রতিনিধি সম্মেলনের পর প্রথম বারের মত দারিদ্র্য বিমোচন ও প্রতিকুলতা অতিক্রম আলোচনা সভা আয়োজিত
  2018-02-14 16:00:31  cri
ফেব্রুয়ারি ১৪: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিটির চেয়ারম্যান সি চিন পিং গতকাল (সোমবার) সিছুয়ান প্রদেশের ছেংদু শহরে দারিদ্র্য বিমোচন ও প্রতিকুলতা অতিক্রম বিষয়ক আলোচনা সভা সভাপত্বিত করেন।

সভায় সি চিন পিং বলেন, দারিদ্র্য বিমোচন ও প্রতিকুলতা অতিক্রম করার বাধা স্পষ্টভাবে বুঝানো উচিত। দারিদ্র বিমোচনের গতি বৃদ্ধি করা উচিত। সময়মত সচ্ছল সমাজ নির্মাণ করা উচিত। আগামী তিন বছরের মধ্যে সারা চীনে ৩ কোটিরও বেশি মানুষের দারিদ্র্য বিমোচন বাস্তবায়িত হবে। এটি একটি খুবই কঠিন বিষয়।

সি চিন পিং বলেন, স্থিতিশীলভাবে দরিদ্র মানুষের খাবার, পোষাক, বাধ্যতামূলক শিক্ষা, মৌলিক চিকিত্সা ও গৃহ নিরাপত্তার প্রয়োজন পুরণ করা হবে।

উল্লেখ্য সিছুয়ান, কুয়াংসি, কুইচৌ, ইউনান, তিব্বত, কানসু, ছিংহাই, নিংসিয়া ও সিনচিয়াংয়ের গভর্নর এবং দারিদ্র্য বিমোচন মৌলিক ক্ষেত্রের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040