সাহিত্য ও সংস্কৃতি, ২০ ফেব্রুয়ারি ২০১৮
  2018-02-14 15:06:42  cri
বাংলাদেশের বিশিষ্ট ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু'র উপস্থাপনায় বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হতে যাচ্ছে তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের জন্য একটি অনুষ্ঠান।

অনেকদিন ধরে বাংলাদেশের তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের নিয়ে কোনো কাজ হচ্ছে না। টেলিভিশনে তরুণ ব্যান্ডগুলোর কোনো প্ল্যাটফর্ম নেই, যেখানে তাঁরা তাদের মেধা প্রকাশ করতে পারবেন।

আরটিভি উদ্যোগ নিয়েছে মেধাবী তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের বিশ্বের সংগীতপ্রেমীদের সামনে তুলে ধরার।

নতুন ব্যান্ডের পাশে সবসময়ই দাঁড়িয়েছেন বাংলাদেশের 'ব্যান্ডলিজেন্ড' আইয়ুব বাচ্চু। এবারও তাঁর উদ্যোগেই মূলত শুরু হতে যাচ্ছে নতুন এই টিভি অনুষ্ঠান।

অনুষ্ঠানটিতে বাংলাদেশের নতুন ২৬টি নতুন ব্যান্ড হাজির করবেন আইয়ুব বাচ্চু।

এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আরটিভি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে আইয়ুব বাচ্চুর সাথে উপস্থিত ছিলেন চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পৃষ্ঠপোষক কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ অনুষ্ঠানে ঢাকা থেকে ১০টি, চট্টগ্রাম থেকে ১০টি, খুলনা থেকে ২টি, রাজশাহী থেকে ২টি এবং সিলেট থেকে ২টি নতুন ব্যান্ড অংশগ্রহণ করবে।

স্পন্দন, অবলিক, অ্যাড্রয়েট, এলএসডি, রঙ, কনক্লুশন, ব্লু পেরিস্কোপ, স্কিলড, কৃষ্ণপক্ষ, স্যালভেশন, রকঅ্যাফোবিক, অযান্ত্রিক, নামহীন, এরোস, জিকর, পরাহোসহ আরো কিছু নতুন ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।

একেকটি ব্যান্ড নিয়ে হবে একেকটি নতুন এপিসোড। সেখানে দর্শকরা দেখবেন নতুন এক মিউজিক জেনারেশনের নতুন নতুন গান আর তাদের স্বপ্নের কথা।

অনুষ্ঠান প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, "বাংলাদেশের ব্যান্ডকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। নিজেদের গান একে অপরের সঙ্গে শেয়ার করবেন।

আমরা বলি আইয়ুব বাচ্চু লিজেন্ড। আমাদের আরও ১০০ আইয়ুব বাচ্চু আসতে হবে। ব্যান্ড মিউজিক হবে বাংলাদেশের আরেকটি পরিচয়।

আমাদের মতো সাংস্কৃতিক ঐতিহ্য পৃথিবীর আর কয়টি দেশের আছে? এই অনুষ্ঠান বাংলাদেশের ব্যান্ড সংগীতকে বিশ্ব দরবারে তুলে ধরার ছোট একটি প্রয়াস।

আমরা যাত্রা শুরু করলাম। ভবিষ্যতে ব্যান্ড সংগীতকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আরও নতুন নতুন উদ্যোগ নেবো।"

আইয়ুব বাচ্চু বলেন, "আরটিভি ও লাভেলো নতুন ব্যান্ড শিল্পীদের যে সুযোগটি করে দিয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। তরুণ এই ব্যান্ডগুলো অসাধারণ পারফরমেন্স করেছে।

অনুষ্ঠানটি করতে গিয়ে নতুনদের কাছে আমি নিজেও অনেক কিছু শিখেছি। আমার মনে হয়েছে এই জিনিসটা তো আমার আগেই শেখা দরকার ছিল।"

আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ থেকে প্রতি শুক্রবার রাত ১০ টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী।

"মানবতা বিরোধীদের প্রতিহত করি/সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি/ মুক্তিযদ্ধের চেতনায় দেশ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে ফেনী জেলায় ৬ দিনব্যাপি 'গণস্বাক্ষর কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী'র আয়োজন করেছেন রোকেয়া প্রাচী।

১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপি এ কর্মসূচির তত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ আয়োজনে প্রদর্শিত হবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত 'গেরিলা', তারেক মাসুদ পরিচালিত 'মাটির ময়না', হুমায়ূন আহমেদের 'আগুনের পরশমনি', বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ বেশকিছু প্রামাণ্যচিত্র।

'বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি'র আয়োজনে সোমবার ফেনী ইউনিভার্সিটিতে 'গণস্বাক্ষর কার্যক্রম ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী'র মধ্য দিয়ে শুরু হয়।

রোকেয়া প্রাচী জানান, এ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে গিয়ে 'মানবতা বিরোধীদের প্রতিহত করি/সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি/ মুক্তিযদ্ধের চেতনায় দেশ গড়ি' এ বিষয়ে 'গণস্বাক্ষর নেয়া হবে।

রোকেয়া প্রাচীর তত্বাবধানে কর্মসূচির সার্বিক সহযোগিতা করছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন সাজাই'।

গত ১৩ ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়ন ফরীদির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।

সাদামাটা জীবনযাপনের চলাচলেই পথ হেঁটেছেন জীবনভর। অথচ মনেপ্রাণে ছিলেন দারুণ রঙে রঙিন এক উজ্জ্বল মানুষ। অভিনয়ের মাধ্যমে সব সময় ছড়িয়েছেন বাঁচার আলো, জীবনের আলো। তিন দশক চুটিয়ে অভিনয় করেছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে। যেখানেই গিয়েছেন সাফল্যের বরপুত্র হয়েছেন। সব ক্ষেত্রেই যোগ করেছেন বহুমাত্রিক ব্যঞ্জনা। তিনি হুমায়ুন ফরীদি। তিনি ছিলেন অসাধারণ এক অভিনেতা। মঞ্চে, ক্যামেরার সামনে এমনকি দৈনন্দিন জীবনেও যার দাপুটে প্রকাশ মুগ্ধতায় আচ্ছন্ন করতো যে কাউকে। এ মানুষটি এখন আর আমাদের মাঝে নেই। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পৃথিবীর সব মায়া পেছনে ফেলে তিনি চলে গেছেন না ফেরার দেশে। হুমায়ুন ফরীদির জন্ম ১৯৫২ সালের ২৯শে মে ঢাকার নারিন্দায়। তার অভিনয় জীবনের শুরু ছাত্রজীবনে, মঞ্চ নাটকের মধ্য দিয়ে। টিভি নাটকে তিনি প্রথম অভিনয় করেন আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় 'নিখোঁজ সংবাদ'-এ। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে 'নীল আকাশের সন্ধানে', 'দূরবীন দিয়ে দেখুন', 'ভাঙনের শব্দ শুনি', 'বকুলপুর কতদূর', 'মহুয়ার মন', 'সাত আসমানের সিঁড়ি', 'একদিন হঠাৎ', 'চাঁনমিয়ার নেগেটিভ পজেটিভ', 'অযাত্রা', 'পাথর সময়', 'দুই ভাই', 'শীতের পাখি', 'সংশপ্তক', 'কোথাও কেউ নেই', 'সমুদ্রে গাঙচিল', তিনি একজন', 'চন্দ্রগ্রস্ত', 'কাছের মানুষ', 'মোহনা', 'বিষকাঁটা', 'ভবের হাট' ও 'শৃঙ্খল'। প্রথম মঞ্চনাটক কিশোরগঞ্জে মহল্লার নাটকে ১৯৬৪ সালে। প্রথম মঞ্চনাটক নির্দেশনা দেন স্কুল জীবনে 'ভূত'। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটক 'মুনতাসীর ফ্যান্টাসি', 'ফণীমনসা', 'শকুন্তলা', 'কীত্তনখোলা', 'কেরামত মঙ্গল' প্রভৃতি। টিভি নাটক অথবা মঞ্চে সেলিম আল দীন এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু জুটির বাইরে হুমায়ুন ফরীদির সর্বাধিক সংখ্যক এবং সর্বাধিক সফল কাজ ছিল হুমায়ূন আহমেদের সঙ্গে। আর 'সংশপ্তক' ধারাবাহিকে তার অভিনীত চরিত্র কানকাটা রমজানের কথা নতুন করে বলার কিছু নেই। প্রথম চলচ্চিত্র অভিনয় তানভীর মোকাম্মেলের 'হুলিয়া'। প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকন পরিচালিত 'সন্ত্রাস'। এছাড়া উল্লেখযোগ্য

কয়েকটি ছবি হচ্ছে- 'ভণ্ড', 'ব্যাচেলর', 'জয়যাত্রা', 'শ্যামলছায়া', 'একাত্তরের যীশু', 'মায়ের মর্যাদা', 'বিশ্বপ্রেমিক' ও 'পালাবি কোথায়'। বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে তিনি যোগ করেছিলেন এক নতুন মাত্রা। 'সন্ত্রাস' ছবির মাধ্যমে খলনায়ক চরিত্র শুরু হয় তার। তিনি 'মাতৃত্ব' ছবির জন্য সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে।

কিছু টেলিফিল্ম, ধারাবাহিক ও এক ঘণ্টার নাটক নির্মাণ করেছেন। দারুণ বুদ্ধিদীপ্ত এবং রোমান্টিক এ মানুষটি ব্যক্তিগত জীবনে প্রথমে বেলি ফুলের মালা দিয়ে ফরিদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেন। তখন এ বিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। এ ঘরে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। নাম দেবযানি। পরে তিনি ঘর বাঁধেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে। কিন্তু ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সবার প্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি দীর্ঘদিন ধরে অভিনয়শৈলী প্রদর্শন করে পর্দায় আবিষ্ট করে রেখেছিলেন কোটি কোটি দর্শককে। সম্প্রতি এ অভিনেতার জন্য একুশে পদক (মরণোত্তর) ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের চলচ্চিত্র পরিবারের জন্য মন খারাপের একটি খবর। অপু বিশ্বাসকে দেয়া শাকিব খানের ডিভোর্স কার্যকর হয়ে যাবে আগামী ২২শে ফেব্রুয়ারি। গত বছরের ২২শে নভেম্বর অপু বিশ্বাসকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন শাকিব খান। আইন অনুযায়ী সেটা কার্যকর হতে সময় লাগবে ৯০ দিন অর্থাৎ ৩ মাস। আগামী ২২শে ফেব্রুয়ারি অপুকে পাঠানো শাকিবের ডিভোর্স নোটিশের ৯০ দিন পূরণ হচ্ছে। আর সে হিসেবে ওইদিন থেকে শাকিব-অপুর ডিভোর্স কার্যকর হচ্ছে। শাকিব খান বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে 'সুপার হিরো' ছবির শুটিং করছেন।

সেখান থেকে তিনি ফিরবেন ১৭ অথবা ১৮ই ফেব্রুয়ারি। সিডনি থেকে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমকে জানান, তিনি চান এই ব্যাপারটি শেষ হয়ে যাক।

ডিভোর্স নোটিশ পাঠানোর পর শাকিব-অপুর দাম্পত্য জীবন মীমাংসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন গত ১৫ই জানুয়ারি দু'জনকেই তলব করেছিল। সেখানে অপু বিশ্বাস উপস্থিত হলেও ছিলেন না শাকিব কিংবা তার কোনো প্রতিনিধি।

দ্বিতীয় দফায় শাকিব-অপুকে আবার তলব করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালিস্থ ৩ নম্বর আঞ্চলিক অফিসে। কিন্তু শাকিব সিডনি থাকার কারণে হাজির হতে পারেননিনা। জানা গেছে, অপুর সঙ্গে দাম্পত্য সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে শাকিব আগ্রহী নন। তিনি মনে করেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উভয়পক্ষের মধ্যে যে শ্রদ্ধা থাকতে হয় সেটা এখন আর তাদের মাঝে অবশিষ্ট নেই। ছেলে আব্রামের ব্যাপারে শাকিব খান বলেন, ওর ভালোর জন্য আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।

 

একটি বলিউড ছবির জন্য গান গেয়েছেন জায়ান মালিক। সম্প্রতি হিন্দি গানটির রেকর্ড করেছেন তিনি। জায়ান বলেন, 'এই প্রথম আমি একটি পুরো হিন্দি গান গাইলাম। তবে কোন ছবির জন্য গাইলেন, সেটা জানাননি তিনি।

জায়ানের প্রথম অ্যালবাম ছিল মাইন্ড অব মাইন। সাক্ষাৎকারে জায়ান তাঁর দ্বিতীয় অ্যালবাম নিয়েও কথা বলেন। পাকিস্তানি বংশোদ্ভূত জায়ান বলেন, 'অ্যালবামটিতে অনেক উর্দু কথা থাকবে, কিছু কাওয়ালি গানও। সেখানে কিছু পাঞ্জাবি ভাংরাও থাকতে পারে। এতে সুরকার এ আর রহমানের সঙ্গে আমি একটি গানে কাজ করেছি।'

২৫ বছর বয়সী জায়ান সাক্ষাৎকারে কথা বলেন তাঁর বলিউডপ্রেম নিয়েও। বলেন, তাঁর প্রিয় ছবির তালিকায় আছে দেবদাস।

বাংলাদেশে স্বর্ণ চোরাচালান নিয়ে নির্মিত একটি টেলিছবি বেশ সাড়া ফেলেছে। বিমানবন্দরে অবৈধ স্বর্ণ আটকের ঘটনা বাংলাদেশে প্রায়ই ঘটে। টিভি চ্যানেল আর পত্রিকায় তা নিয়ে সংবাদ হয় হর হামেশাই। সম্প্রতি এমন ঘটনা নিয়ে একটি টেলিছবি তৈরি হয়েছে। নাম 'স্বর্ণমানব'। স্থানীয় বেসরকারি একটি চ্যানেলে ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে এটি প্রথম প্রচারিত হয়। এরপর ১৮ দিনে ইউটিউবে টেলিছবিটি দেখা হয়েছে ২০ লাখ ৬৬ হাজার বার।

বাংলাদেশের শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খানের গল্প আর সার্বিক নির্দেশনায় তৈরি হয়েছে টেলিছবিটি।

গণমাধ্যমকে মইনুল খান বলেন, 'এই টেলিছবির মধ্য দিয়ে আমি সবার কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের গোয়েন্দার চোখ। দেয়ালের ওপারে কী আছে, তা দেখার চেষ্টা করি। দর্শকদেরও তা-ই দেখাতে চেয়েছি। আমি মনে করি, এ কাজে আমরা সফল হয়েছি। কারণ, দর্শকদেরও কিন্তু এসব ঘটনার পেছনের গল্প জানার ব্যাপারে যথেষ্ট আগ্রহ রয়েছে।

শ্বাসরুদ্ধকর গোয়েন্দা কাহিনি নিয়ে তৈরি এই টেলিছবিতে স্বর্ণমানবের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। দালালের সহায়তায় মধ্যপ্রাচ্যে পাড়ি দিলেও সুবিধা না পেয়ে দেশে ফিরে আসে। ধারদেনা করে নিঃস্ব হয়ে যায়। একসময় চোরাচালানকারী চক্রের খপ্পরে পড়ে। প্রতি চালানে নগদ টাকা। নিত্যনতুন কৌশল অবলম্বন করে সে। তবে শুল্ক গোয়েন্দাদের নজরদারিতে সে ধরা পড়ে। এরপর ঘটে অন্য ঘটনা।

'স্বর্ণমানব' টেলিছবির চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, মেহ্‌জাবীন, অপর্ণা ঘোষ, আ খ ম হাসান, রওনক হাসান, আহসান হাবিব, সুজাত শিমুল, খালিদ মাহমুদ প্রমুখ।

 

গত ১১ ফেব্রুয়ারি ঢাকার একটি রেস্তোরাঁয় প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী সমরজিৎ রায়ের রবীন্দ্রসংগীতের অ্যালবাম 'জ্যোৎস্না রাতে'। একই সঙ্গে প্রকাশিত হয় অ্যালবামের 'মোর ভাবনারে' গানটির ভিডিও। অ্যালবামের গানগুলো হলো 'ভালোবেসে যদি সুখ নাহি', 'তোমার গোপন কথাটি', 'আমার সোনার হরিণ চাই', মোর ভাবনারে', 'দাঁড়িয়ে আছ', 'আজ জ্যোৎস্না রাতে'।

অ্যালবামটি প্রকাশিত হয়েছে বাংলা ঢোল থেকে। সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ ও সমরজিৎ রায়। অ্যালবামের গানগুলো পাওয়া যাচ্ছে ইউটিউবসহ অনলাইনের কয়েকটি প্ল্যাটফর্মে।

অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রবি চৌধুরী, মেহরীন, শামীম জামান, জে কে মজলিশ, অনন্যা রুমা, স্বরলিপি, রুবাইয়াত শামীম, পারভেজ চৌধুরীসহ আরও অনেকে।

'জ্যোৎস্না রাতে' সমরজিৎ রায়ের অষ্টম অ্যালবাম। এর আগে ২০১১ সালে সমরজিতের হিন্দি অ্যালবাম 'তেরা তসব্বুর' ভারতের জিমা অ্যাওয়ার্ডে 'সেরা জনপ্রিয় অ্যালবাম' বিভাগে মনোনয়ন পেয়েছিল। তিনি ভারতের দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে ১২ বছর উচ্চাঙ্গ সংগীতের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।

 

নারিদের বিশেষ সময়ের স্বাস্থ্য সচেতনতা নিয়ে নির্মিত ছবি 'প্যাডম্যান' কে নিষিদ্ধ করেছে পাকিস্তান। 'পদ্মাবত'-এর মুক্তি নিয়ে কিছুদিন আগে ভারতে যখন সোরগোল চলছিল তখন পাকিস্তান বিনা বাধায় ছবিটি মুক্তি দিয়েছিল ।

অন্যদিকে যখন সারা ভারতে মুক্তির আগে থেকেই 'প্যাডম্যান' ঘিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে, অক্ষয় কুমারের প্রশংসায় পঞ্চমুখ ছবির বিষয় নির্বাচনের কারণে। ঠিক তখনই পাকিস্তানে ছবিটি নিষিদ্ধ ঘোষিত হল ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান ফেডারেল সেন্সর বোর্ডের একজন সদস্য জানান, ঐতিহ্য এবং সংস্কৃতি বিরোধী উপাদান থাকায় ছবিটি তাঁরা পাকিস্তানে আনতে দেবেন না।

তামিলনাড়ুর সমাজসেবক অরুণাচল মুরুগানাথম-এর জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে অক্ষয় কুমার ও সোনম কাপুর অভিনীত 'প্যাডম্যান'।

নারীদের ঋতু-কালীন স্বাস্থ্যঝুঁকি, পরিচ্ছন্নতা ও সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমাটির পরিচালক আর বাল্কি ।

ঋতুস্রাব ও এই সময় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার, মহিলাদের সুরক্ষা নিয়ে যথেষ্ট প্রচার চালিয়েছে টিম 'প্যাডম্যান'। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিল কাপুর, দীপিকা পাড়ুকোনসহ অনেকেই স্যানিটারি ন্যাপকিন হাতে ছবি পোস্ট করেছেন বিষয়টি নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে ।

পাকিস্তানে নিষিদ্ধ হলেও ভারতে 'প্যাডম্যান' চলছে রমরমিয়ে । মুক্তির পর ভালোরকম ব্যবসার দিকেই এগোচ্ছে অক্ষয়ের ছবি।

বলিউড চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানাচ্ছেন, শুক্রবার ছবিটি ব্যবসা করেছে ১০.২৬ কোটি রুপি। শনিবার ব্যবসা হয়েছে ১৩.৬৮ কোটি রুপি । অর্থাৎ মুক্তির দু'দিনেই মোট ২৩.৯৪ কোটি রুপির ব্যবসা হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040