ম্যানিলায় দক্ষিণ চীন সাগর ইস্যুতে দ্বিতীয় অধিবেশন শুরু
  2018-02-14 10:38:02  cri
ফেব্রুয়ারি ১৪: গতকাল (মঙ্গলবার) ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় দক্ষিণ চীন সাগর ইস্যুতে দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থাপনার দ্বিতীয় অধিবেশন (বিসিএম) শুরু হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী খুং সিউয়ান ইয়ো ও ফিলিপিন্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি-বিষয়ক উপমন্ত্রী এনরিক মানালো অধিবেশনে উপস্থিত ছিলেন।

গত ১৯ মে চীনের কুইইয়াং শহরে বিসিএমের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে দক্ষিণ চীন সাগর ইস্যুতে আন্তরিক মতবিনিময় করেছে দুপক্ষ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সামুদ্রিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা, সামুদ্রিক সংলাপ ও সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক আস্থা বাড়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।

এবারের অধিবেশনে দুপক্ষ আস্থামূলক ব্যবস্থা গড়ে তোলা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে সংযম বজায় রাখা, বিতর্ক ও জটিলতা এড়ানো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে-এমন পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২০০২ সালে নির্ধারিত 'দক্ষিণ চীন সাগরে বিভিন্ন দেশের কার্যক্রম' বাস্তবায়ন করা এবং ২০তম চীন-আসিয়ান নেতাদের সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে আগামী মাসে 'দক্ষিণ চীন সাগর কার্যক্রমের নিয়ম' প্রণয়নে পরামর্শ করতে একমত হয়েছে দুপক্ষ।(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040