ইস্পাত পণ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সুরক্ষাবাদ গুরুতর প্রবণতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং
  2018-02-13 19:32:01  cri
ফেব্রুয়ারি ১৩: মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, এখন থেকে দক্ষিণ কোরিয়া, তুরস্ক, গ্রীস, ভারত, কানাডা ও চীন থেকে আমদানি করা বড় ব্যাসের ঢালাই পাইপ পণ্যের সমস্যা সমাধানে তদন্ত শুরু করবে যুক্তরাষ্ট্র। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সমস্যা সমাধান ও তদন্ত ব্যুরোর পরিচালক ওয়া হো জুন আজ (মঙ্গলবার) এর উত্তরে বলেন, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সুরক্ষাবাদ গুরুতর প্রবণতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানে বলা হয়, জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে কার্যকর বাণিজ্য সমস্যা সমাধান ব্যবস্থার মধ্যে ২২২টি ইস্পাত পণ্য অন্তর্ভুক্ত। তা যুক্তরাষ্ট্রের সমগ্র বাণিজ্য উপশম ব্যবস্থার ৫ শতাংশেরও বেশি। ওয়াং হো জুন এ সম্পর্কে বলেন, যদিও বাণিজ্য উপশম তদন্ত হল বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশের অধিকার, তবুও অতি সুরক্ষামূলক ব্যবস্থার ফলে বাণিজ্য সমস্যা সমাধানের আসল লক্ষ্য বাস্তবায়িত হবে না।

তিনি আরো বলেন, বর্তমানে আন্তর্জাতিক অর্থনীতি পুনর্সমৃদ্ধ হওয়ার ভিত্তি খুবই দূর্বল। চীন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য নিষেধাজ্ঞা ব্যবস্থা ব্যবহারে সংযম বজায় রাখার অনুরোধ জানায়। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040