চীনাদের ঐতিহ্যবাহী বসন্ত উত্সব চলাকালে দেশের আবহাওয়া ভালো থাকবে
  2018-02-13 19:01:25  cri
ফেব্রুয়ারি ১৩: চীনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আজ (মঙ্গলবার) জানিয়েছে, চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের ছুটিতে দেশে শৈত্যপ্রবাহ ও বড় ধরণের নিম্ন তাপমাত্রা ও হিমশীতল আবহাওয়া নেই। ছুটির দিনে লোকজনের বাইরে যাওয়ার জন্য আবহাওয়া খুব উপযোগী থাকবে।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের শীর্ষ পূর্বাভাসকারী মা সুয়ে খুয়ান জানান, বসন্ত উত্সব চলাকালে দেশের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া উষ্ণ থাকবে। শুধু উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকার আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকবে। উত্তরাঞ্চলের আবহাওয়া রোদ-ঝলমলে, দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও মেঘলা দিন বেশি।

তিনি বলেন, চীনের চান্দ্র পঞ্জিকার প্রথম দিন অর্থাত্ ১৬ ফেব্রুয়ারি একবার ঠান্ডা বায়ু প্রবাহ হবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040