রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের সাক্ষাৎ
  2018-02-13 18:57:22  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনর সঙ্গে রোমে তার হোটেল স্যুটে সাক্ষাৎ করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিজলী। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ বৈঠক হয়।

ডব্লিউএফপি প্রধান জানান, জাতিংসংঘ সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে দাতাদের আগ্রহ কমছে বলে জানান তিনি। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, গত ৬ মাসে রোহিঙ্গা শিবিরগুলোতে ডব্লিউএফপি ৮ কোটি ডলারের খাদ্যসামগ্রী দিয়েছে। এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-আইএফএডির ৪১তম গভর্নিং কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দেশের উদ্দেশে ইতালি ছাড়বেন তিনি। আবুধাবি হয়ে বৃহস্পতিবার দেশে ফিরবেন তিনি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040