সিছুয়ান প্রদেশের গ্রাম পরিদর্শন করেছেন সি চিন পিং
  2018-02-13 15:56:10  cri

আসন্ন বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (সোমবার) সিছুয়ান প্রদেশ সফর করেন। সেখানে বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন তিনি।

এদিন সকালে তিনি ২০০৮ সালে ওয়েনছুয়ানে ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্র ইংসিউ উপজেলায় যান এবং বিগত ১০ বছরে সেখানকার উন্নয়নের অবস্থা পর্যবেক্ষণ করেন। তারপর জাতীয় সভ্যতা গ্রাম-ছেংতু শহরের ভিতু এলাকার থাংচিং রাস্তার চানছি গ্রাম পরিদর্শন করেন সি চিন পিং। তিনি গ্রাম উন্নয়নের অগ্রগতির প্রশংসা করেন এবং বলেন, খাওয়া-পরার সমস্যা সমাধান এবং সচ্ছল সমাজ বাস্তবায়নের পর গ্রামের উন্নয়ন কাজ আরও সামনে এগিয়ে নেওয়া উচিত্।

সোমবার সকালে, প্রেসিডেন্ট সি চিন পিং ওয়েনছুয়ান জেলার ইংসিউ উপজেলায় যান। ইংসিউ জেলায় ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সিউয়ান খো মাধ্যমিক স্কুল ভূমিকম্পে ধসে পড়ে। সি চিন পিং ভূমিকম্পে নিহত স্বদেশি এবং উদ্ধার কাজে জীবন উৎসর্গকারী বীরদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি তিন বার মাথা নুয়ে তাদের সম্মান প্রদর্শন করেন। ভূমিকম্পের ধ্বংসাবশেষ সংরক্ষণ করা ও একটি দেশপ্রেমিক শিক্ষাকেন্দ্র তৈরিরও নির্দেশ দেন সি চিন পিং।

ওয়েনছুয়ান ভূমিকম্পে গুরুতর হতাহত ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। ১০ বছর পর, ভূমিকম্পের উত্পত্তিস্থল ইংসিউ উপজেলার কী অবস্থা? সি চিন পিং তা ঘুরে ঘুরে দেখেন।

তিনি স্থানীয় মানুষের চা দোকানে গিয়ে নিজের হাতে চা তৈরি করেন। চীনের ঐতিহ্য অনুযায়ী বাটারড টি (buttered tea) তৈরি করার অর্থ শুভ পৃথিবী, সমৃদ্ধি এবং উত্তম স্বাস্থ্য কামনা। সাধারণ সম্পাদক সিও নতুন বছর সবাইকে তার শুভেচ্ছা জানান।

গ্রামীণ পর্যটন ইংসিউ উপজেলার অর্থনীতি উন্নয়নের আরেকটি পথ। গ্রামের বাসিন্দাদের রেস্টুরেন্টে বসে সাধারণ সম্পাদক সি চিন পিং রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলেন। তার ব্যবসা সম্পর্কে খোঁজ খবর নেন, জীবনযাপন সম্পর্কে জানতে চান। ব্যবসায়ীর সঙ্গে সি চিন পিংও নিজ হাতে রেস্তোরাঁর কাজ করেন।

তারপর সি চিন পিং গাড়ি যোগে ছেংতু শহরের ভিতু এলাকার থাংচিং রাস্তার চান ছি গ্রামে উপস্থিত হন। চানছি গ্রাম জাতীয় সভ্যতা গ্রাম, নতুন গ্রাম নির্মাণের দৃষ্টান্ত এবং যৌথ অর্থনীতির শীর্ষ দশ গ্রামের একটি। ২০১৭ সালে যৌথ অর্থনীতির আওতায় আয় হয় ৪৬ লাখ ২০ হাজার ইউয়ান, গ্রামের বাসিন্দাদের মাথাপিছু আয় ২৬ হাজার ইউয়ান, যা দেশের গড় মানের চেয়ে বেশি।

বসন্ত উত্সব উপলক্ষ্যে চানছি গ্রামের সবখানে ছিল উত্সবের আমেজ। সবাই উত্সবের জন্য কাজ করছে। সি চিন পিংকে পেয়ে সবাই আনন্দিত হয় এবং তাকে শুভেচ্ছা জানায়। একটি পরিবার তাঁর সঙ্গে ছবি তোলে। পরিবারের প্রবীণ ব্যক্তির হাত ধরে আছেন সি চিন পিং। প্রবীণ ব্যক্তি বলেন, আপনি আমাদের ভালো নেতা। জবাবে সি চিন পিং বলেন, আপনার পরিবার দেখে আমি খুব আনন্দিত ও খুশি। আমি জনসাধারণের জন্য কাজ করি।

বিদায়বেলায় সি চিন পিং বলেন, চীনের লোকসংখ্যা ১৩০ কোটির বেশি। খাওয়া-পরার সমস্যা সমাধানে নিজের উপর নির্ভর করতে হয়। শহরাঞ্চল উন্নয়নের সঙ্গে সঙ্গে গ্রামের লোকসংখ্যাও বেড়েছে। কেবল সমৃদ্ধ শহরই উন্নয়নের মূল কথা নয়। বরং গ্রামের উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত। গ্রামের উন্নয়ন হলো আত্মিক সভ্যতা ও সাংস্কৃতিক জীবনের উন্নয়ন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040