চীন চিকিত্সা সেবার আরও মান উন্নয়নে ব্যবস্থা নিচ্ছে
  2018-02-12 18:43:56  cri
ফেব্রুয়ারি ১২: চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের উপ মহাপরিচালক ওয়াং হ্য শেং বলেছেন, চীন তথ্যায়নের নির্মাণ এবং প্রক্রিয়াকে সুসংহত করাসহ বিভিন্ন ক্ষেত্রে চিকিত্সা সেবার মান আরও উন্নয়ন করছে।

বেইজিংয়ে রাষ্ট্রীয় তথ্য কার্যালযের এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ (সোমবার) এ কথা বলেন। ওয়াং হ্য শেং বলেন, বর্তমানে চীনের সব অঞ্চলে সরকারি হাসপাতালে ব্যাপকভাবে আগে সংরক্ষণের মাধ্যমে চিকিত্সা সেবা গ্রহণ করার ব্যবস্থা চালু হয়েছে। তিন বছরে চিকিত্সা সেবা প্রার্থীদের অপেক্ষার সময় দশ মিনিটেরও বেশি হ্রাস পেয়েছে। কিছু কিছু হাসপাতালে রোগীদের অপেক্ষার সময় ১ ঘন্টা কমেছে। এছাড়া, প্রায় ৪ হাজার ১০০টি হাসপাতাল রোগীদের জন্য তথ্য অনুসন্ধান সেবা দিচ্ছে,যা রোগীদের জন্য অনেক সুবিধা এনে দিয়েছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040